‘ট্রিপটা গৌরবের কাছে জাস্ট ট্রায়াল ছিল..আমাকে ব্যবহার করল’ পোস্টের পর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট গায়িকার

বিনোদন ডেস্ক: দার্জিলিং থেকে ঘুরে এসেই সা রে গা মা পা খ্যাত গৌরব সরকারকে নিয়ে বিস্ফোরক পোস্ট করেছিলেন গায়িকা শ্রেয়সী চট্টোপাধ্যায়৷ যদিও পরে সেই পোস্ট…

বিনোদন ডেস্ক: দার্জিলিং থেকে ঘুরে এসেই সা রে গা মা পা খ্যাত গৌরব সরকারকে নিয়ে বিস্ফোরক পোস্ট করেছিলেন গায়িকা শ্রেয়সী চট্টোপাধ্যায়৷ যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন তিনি৷ এরপরই শুক্রবার ফেসবুকে নিজের অনুরাগী আর ভালোবাসার মানুষদের জন্য হঠাৎই একটি সুখবর ভাগ করে নিলেন গায়িকা শ্রেয়সী৷ এরপরই বড় সিদ্ধান্ত নিলেন তিনি৷

দিন কয়েক আগে ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন গৌরব ও তাঁর ভালোবাসার সম্পর্কের কথা৷ বিয়েও ঠিক হয়ে গিয়েছিল গায়ক-গায়িকার৷ তারপরই শ্রেয়সীকে তাঁর বাড়ি থেকে গৌরবের সঙ্গে দার্জিলিং ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়া হয়৷ কলকাতা ফিরেই নাকি সব সম্পর্ক ভেঙে দেন গৌরব৷ কার্যত মানসিকভাবে ভেঙে পড়ে সোশ্যালে সেই পোস্ট করেছিলেন শ্রেয়সী৷ যদিও তা মুছেও ফেলেন তিনি৷

   

শ্রেয়সী ফেসবুকে লেখেন, ‘‘২০২১ সালে অগস্ট মাসে দীর্ঘদিনের প্রেমিকা স্বাগতা সিনহাকে বিয়ে করেছিলেন গৌরব৷ অনেকেই জানেন আমি গায়ক গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে ছিলাম৷ ২০২৫ সালের ২৪ জানুয়ারি আমাদের বিয়ে হওয়ার কথাও ছিল৷ শুরুতে রাজি না হলেও আমার মা দার্জিলিং যাওয়ার অনুমতি দেয়৷ বুঝতে পারিনি, এই ট্রিপটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে৷’’

শ্রেয়সীর মুছে ফেলা পোস্ট

তিনি আরও লেখেন, ‘‘ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয় আমি ওর জন্য পারফেক্ট নই৷ …এই ট্রিপটা ওর কাছে জাস্ট ট্রায়াল ছিল৷ আমাকে ব্যবহার করল৷ ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে…. তখন ওর মনে হয়নি ও আমার সঙ্গে থাকতে পারবে না৷’’ যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি kolkata24x7.in৷

যদিও গৌরব সরকার শ্রেয়সীর আনা এইসব অভিযোগ কিছুই মানতে চাননি৷ তিনি বলেন, ‘‘আমার সঙ্গে ওর পরিচয় ছিল, কিন্তু শ্রেয়সী ফেসবুকে অনেক কিছুই লিখেছে, যা মিথ্যা৷’’ শুধু তাই নয় তিনি বিয়ে ঠিক হওয়ার কথাও অস্বীকার করে যান৷ জানিয়ে দেন, শ্রেয়সীকে তাঁর বাড়ির লোক চেনেন না৷

এরপর বেশকিছু দিন চুপ ছিলেন গায়িতা শ্রেয়সী চট্টোপাধ্যায়৷ তবে হঠাৎই শুক্রবার ফেসবুকে একটি সুখবর ভাগ করে নিলেন তিনি৷ ফেসবুকের দেওয়ালে লিখলেন, ‘‘হাজার খারাপের মধ্যেও ভালো খবর, চাকরিতে একটা বড় প্রোমোশন পেয়েছি৷’’ তবে এই পোস্টের কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে দেন গায়িকা৷ যদিও তাঁর এই প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেটের কারণটা স্পষ্ট নয়৷