Gita Chanting: শিয়রে ভোট, বাংলায় ফের মেগা গীতাপাঠ

সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে ফের বাংলায় গীতাপাঠ। গত বছরের কলকাতার ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর পর এবার মুর্শিদাবাদের বহরমপুরে ‘২৫ হাজার কণ্ঠে গীতা পাঠ’ ।…

সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে ফের বাংলায় গীতাপাঠ। গত বছরের কলকাতার ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর পর এবার মুর্শিদাবাদের বহরমপুরে ‘২৫ হাজার কণ্ঠে গীতা পাঠ’ ।

২০২৩ সালের ডিসেম্বরে কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজন করা হয় ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর। গীতা জয়ন্তী উপলক্ষ্যে আয়োজন করা হয়। এবারের মেগা গীতা পাঠ হবে মুর্শিদাবাদের বহরমপুরে। জানা যাচ্ছে আগামী ২৪ মার্চ মুর্শিদাবাদের বহরমপুরের ওয়াইএমএ ময়দানে ২৫ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে পুরো বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। আজ শুক্রবারই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

   

জানা যাচ্ছে এখনও বাকি রয়েছে ২৫ হাজার কণ্ঠে গীতা পাঠের জন্য পুলিশের অনুমতি। এছাড়াও অন্যান্য অনুমতি নেওয়ার প্রক্রিয়াও বাকি রয়েছে। আগামী ২৪ মার্চের গীতা পাঠের কর্মসূচির স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ব্রিগেডের মেগা গীতা পাঠ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ছিলেন।

ব্রিগেডের লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে সাফল্য দেখা গেছিল। আসার কথা থাকলেও অন্য কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেননি। ব্রিগেডের গীতাপাঠের অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতী। অনেক দূর থেকে মানুষজন এসেছিলেন যোগ দিতে। অনুষ্ঠানে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ এবং অন্যান্য বঙ্গ বিজেপির নেতারা।

কলকাতার ব্রিগেডের আয়োজন বিজেপি নয়, সাধু-সন্তদের এক মিলিত মঞ্চ করে। রাম মন্দির উদ্বোধনের ব্রিগেডের গীতাপাঠ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। এবার রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর ফের বাংলার মেগা গীতাপাঠের আয়োজন শুরু হয়ে গিয়েছে।