১৫ ই আগস্ট, ২০২৩ এ স্বাধীনতা দিবস (Independence Day) পালিত হচ্ছে। আমরা যে দেশে বাস করি তার জন্য গর্বিত হওয়ার এবং আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করেছি তার জন্য যারা কঠোর সংগ্রাম করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আজ দেশপ্রেমের দিন (Patriotism)। আজ রাস্তার প্রতিটি কোণায়, অলি-গলিতে আমাদের দেশের পতাকা দেখতে পাওয়া যাবে! পাশাপাশি স্বাধীনতার এই উদযাপনে সামিল হয়েছেন টলিউডের সিনেমা-টেলিভিশনের তারকারাও। মিমি থেকে নুসরত সকলেই উদযাপন করলেন এই বিশেষ দিনটি এবং সঙ্গে শেয়ার করলেন সেই সকল ছবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সকল তারকায় তাদের অনুরাগীদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে সারা দেশ মেতেছে স্বাধীনতা দিবস উদযাপনে। টলিউড তারকারাও (Tollywood Celebrities) নিজেদের স্টাইলে উদযাপন করলেন স্বাধীনতার উৎসব।
Nusrat Jahan
স্বাধীনতা দিবসে সাংসদ-অভিনেত্রী নুশরত জাহান একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে নুশরতকে সাদা রঙের চুড়িদের পড়তে দেখা যাচ্ছে। হাতে পড়েছেন ৩ টি রঙের চুড়ি ও ওড়না নিয়েছেন। স্নিগ্ধ দেখতে লাগছে তাঁকে।
Mimi Chakraborty
অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী তাঁর অনুগামীদের জন্য সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বিশেষ দিন উপলক্ষে সাদা রঙের পোশাক পড়েছেন। মিমিকে হাতে দেশের পতাকা ধরে থাকতে দেখা যাচ্ছে।
Aparajita Adhya
অভিনেত্রী অপরাজিতা আঢ্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। নিজের ছবি পোস্ট করেছেন বিশেষ দিন উপলক্ষ্যে। তেরঙ্গা শাড়ি পড়েছেন অপরাজিতা। হাতে জাতীয় পতাকার রঙের চুড়ি এবং কপালে রয়েছে তেরঙ্গা রঙের টিপ। সুন্দর, মমতাময়ী লাগছেন অভিনেত্রী।
Saswata Chattapadhyay
অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ১৯৪৭ সালের ১৫ আগস্টের সংবাদপত্রের ছবি দিয়েছেন এবং ক্যাপশনে লিখেছেন ‘গর্বের সঙ্গে স্বাধীনতার মূল্য উদযাপন করছি।‘
Bhaswar Chatterjeeঅভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে জাতীয় পতাকা হাতে নিয়ে দেখা যাচ্ছে এবং সঙ্গে বাজছে ‘অ্যায় ওয়াতান’ গানটি। অভিনেতা ভিডিওর মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।