Bhangar: জাতীয় পতাকা তুললে খুনের হুমকি দিয়েছে তৃণমূল, বিস্ফোরক নওশাদ

স্বাধীনতা দিবসে বিস্ফোরক অভিযোগ ভাঙড়ের (Bhangar) বিধায়ক নওশাদ সিদ্দিকির। অভিযোগ, জাতীয় পতাকা তুলতে বাধা দিয়েছে তৃণমূল। দিয়েছে খুনের হুমকি। ভাঙড় ফের সরগরম। স্বাধীনতা দিবসে বিধায়ককেই…

স্বাধীনতা দিবসে বিস্ফোরক অভিযোগ ভাঙড়ের (Bhangar) বিধায়ক নওশাদ সিদ্দিকির। অভিযোগ, জাতীয় পতাকা তুলতে বাধা দিয়েছে তৃণমূল। দিয়েছে খুনের হুমকি। ভাঙড় ফের সরগরম।

স্বাধীনতা দিবসে বিধায়ককেই পতাকা তুলতে বাধা দেওয়ার অভিযোগ ভাঙড়ে। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর দাবি ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা  ক্যানিং পূর্বের  বিধায়ক শওকত মোল্লা।

ভাঙ্গড় সরগরম। নওশাদ সিদ্দিকিকে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা দেওয়ার  অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশে নিরাপত্তায় পতাকা উত্তোলন করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।

ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ১ নম্বর ব্লকের নলগুড়ি এলাকায়। ঘটনার কথা অস্বীকার করেন শওকত মোল্লা।এদিকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করে বলেন, খুন করার হুমকি দিয়েছে।

পঞ্চায়েত ভোট ও বোর্ড গঠন ঘিরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত। একাধিক নিহত এই এলাকায়। আইএসএফ ও বাম জোটের সাথে তৃণমূলের সংঘর্ষ চলছেই।

স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকি জাতীয় পতাকা উত্তোলনের একটি অনুষ্ঠানে যান। এই অনুষ্ঠান ঘিরে ফের আইএসএফ ও টিএমসি মুখোমুখি হয়। বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, ” দুই জায়গায় পতাকা উত্তোলনের কথা ছিল। দুই জায়গাতেই আমাদের বিরক্ত করেছে কর্মী সমর্থকদের মারধর করেছে। এমনও বলেছে যে যদি পতাকা তুলিস তাহলে তোদের মার্ডার করে দেব। পুলিশকে বলেছি তারা বলেছে আইনত ব্যবস্থা নেবে। যদি ৪৮ ঘন্টায় দেখি তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না তারপরে কোন কোন দফতরে যেতে হয় সেখানে আমি যাব”।

তৃণমূল নেতা শওকত মোল্লা জানিয়েছেন, “এসব প্রতারণা। মানুষ আর নওশাদ সিদ্দিকির সমর্থনে নেই। মানুষ বুঝতে পেরেছে এ কি করতে চায়। তাই এটা নাটক, ও ড্রামা বাজ”।