Umbrella Vs Amrela: মেঘলা দিনে সাওয়ারের জলে ভিজল স্যান্ডি সাহা

ইউটিউবার স্যান্ডি সাহাকে (Sandy Saha) কে না চেনে। তার এক একটি ভিডিওতে কেউ তাকে দুর্নাম করে। আবার কেউ তার ভিডিও দেখে হেসে উড়িয়ে দেয়। আবারও…

Sandy Saha

ইউটিউবার স্যান্ডি সাহাকে (Sandy Saha) কে না চেনে। তার এক একটি ভিডিওতে কেউ তাকে দুর্নাম করে। আবার কেউ তার ভিডিও দেখে হেসে উড়িয়ে দেয়। আবারও একটি বিচিত্র ভিডিও বানালেন স্যান্ডি সাহা। ভিডিওতে দেখা গিয়েছে নাইটি পড়ে হোটেলের বাথরুমে স্নান করার লাইভ ভিডিও করলেন তিনি। রানি রঙের ম্যাক্সি পরে হোটেলের শাওয়ারের তলায় স্নান করতে-করতে লাইভ করলেন স্যান্ডি।

আজ, বুধবার বিকেলে আকাশে মেঘ জমতেই মন নেচে ওঠে স্যান্ডির। হোটেল রুমে বন্ধুকে সঙ্গে নিয়ে লাইভ করেন তিনি। সঙ্গে চলে বাংলা গান। গানটির লিঙ্কও শেয়ার করেছেন তিনি। স্যান্ডি চাইছিলেন বৃষ্টিতে ভিজতে। একবার ম্যাক্সি পরে হোটেলের ঘরের বাইরে বেরিয়েও গিয়েছিলেন। কিন্তু বাইরে লোকজন ছিল বলে তিনি ফের হোটেল ঘরে ফিরে আসেন। সটান চলে যান বাথরুমে। স্নানঘরের মেঝেতে শুয়ে পরেন স্যান্ডি। শাওয়ার চালিয়ে ভিজতে শুরু করেন। সাবান মাখতে থাকেন। বন্ধুদেরকেও ভেজান।

   

প্রসঙ্গত, ইংরেজি বানান umbrella নিয়ে ট্রল করেছিল স্যান্ডি সাহা। নিজের শরীর মুড়ে ফেলেছিলেন ছাতায়। রংবেরঙের ছাতায়।