Maha Politics: ‘বর্ষা’ ছাড়লেন কোভিড আক্রান্ত উদ্ধভ, যে কোনও সময় পদত্যাগের সম্ভাবনা

সোমবার থেকে চলা সরকার নিয়ে দড়ি টানাটানির খেলায় ইতি টানিতে বুধবার সন্ধ্যেবেলা একনাথ শিন্ডের উদ্দেশ্যে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে (Uddhav Thackeray)৷…

CM Uddhav Thackeray

সোমবার থেকে চলা সরকার নিয়ে দড়ি টানাটানির খেলায় ইতি টানিতে বুধবার সন্ধ্যেবেলা একনাথ শিন্ডের উদ্দেশ্যে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে (Uddhav Thackeray)৷ জানান, ইস্তফা নিয়ে তৈরি তিনি৷ তারই কিছু সময়ের মুম্বইয়ে মুখ্যমন্ত্রী আবাসন ‘বর্ষা’ ছেড়ে ‘মাতোশ্রী’র উদ্দেশ্যে রওনা দিলেন তিনি৷

মুখের কথা শেষ হল না৷ পরিবারকে সঙ্গে নিয়ে বর্ষা ছাড়তেই স্লোগান দিতে শুরু করে শিবসেনা কর্মীরা৷ কোভিড সংক্রমিত হওয়ার কারণে একটি গাড়িতে আলাদা ছিলেন উদ্ধভ ঠাকরে৷ অন্য গাড়িতে ছিলেন মন্ত্রী আদিত্য ঠাকরে, তেজাস ঠাকরে এবং মুখ্যমন্ত্রী জায়া রেশমী ঠাকরে৷

এদিন শিন্ডের উদ্দেশ্যে ঠাকরে বলেন, ২০১৯ সালে যখন তিনটি দল একসঙ্গে হয়েছিল তখন শরদ পাওয়ার আমায় বলেছিলেন মুখ্যমন্ত্রীর পদ সামলানোর জন্য। তখন আমার ততটা অভিজ্ঞতা ছিল না। আমার ওপ শরদ পাওয়ার এবং সোনিয়া গান্ধী বিশ্বাস রেখেছেন আমায় অনেক সাহায্য করেছেন।

যদি কোনও বিধায়ক মনে করে আমার মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার নেই। আমি আমার সমস্ত কিছু নিয়ে বর্ষা থেকে মাতোশ্রী অবধি যেতে তৈরি। যখন আমার নিজেদের লোকেরাই আমায় চায় না, তখন আমার কিছু বলার নেই। তাঁদের যদি কিছু আমার বিরুদ্ধে বলার থাকে তাহলে সুরাতে যাওয়ার কি প্রয়োজন ছিল? তাঁরা এখানে এসে আমার সঙ্গে কথা বলতে পারত। তাহলেই আমি আমার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতাম। এটা শুধুমাত্র আমার বিরুদ্ধে কোনও সংখ্যা নয়। একজন বিরোধিতা কুলেই আমি পদ ছেড়ে দিতাম। যখন একজন বিধায়ক আমার বিরুদ্ধে যায় তখন সেটা লজ্জার।

এরপরেই তিনি বলেন, তোমরা যদি বলো তাহলে আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত। মুখ্যমন্ত্রীর পদ আসবে যাবে। কিন্তু মানুষের মধ্যে প্রভাব পড়বে। গত ২ বছরে আমি অনেক কিছু শিখেছি। পাল্টা একনাথ শিন্ডের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আগামী মুখ্যমন্ত্রী শিবসেনার হবে এটা নিশ্চিত করতে পারবে?

কোভিড আক্রান্ত হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর এই মনোবল দেখে শিবসেনার কর্মীরা পুরাতন বালাসাহেবের ঝাঁঝ দেখতে পাচ্ছেন৷ রাজনৈতিক মহলের ধারণা, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি।