গেরুয়া রঙে ‘বেশরম’ শাহরুখ-দীপিকা, পাঠান বয়কটের দাবি গেরুয়া সেনার

আজকাল যে কোনও ছবি মুক্তির সময় বয়কট শব্দ জুড়ে দেওয়া। মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান ছবি। কিছুদিন আগে…

boycott pathan

আজকাল যে কোনও ছবি মুক্তির সময় বয়কট শব্দ জুড়ে দেওয়া। মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান ছবি। কিছুদিন আগে রিলিজ হয়েছে একটি গান। নাম বেশরম রং। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। স্যাফরন সেনা ওই গান এবং একটা পোস্ট করেছে তা যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।

তারা পাঠান ছবিকে বয়কট করতে বলছেন গেরুয়া রং এবং ধর্মের আঁচ দিয়ে। তাঁরা বলছেন, গানে কমলা রঙের বিকিনি পড়েছেন, আর পাঠান তাঁকে অনুভব করছেন জড়িয়ে ধরে এবং তারপর গান গাওয়া হচ্ছে ‘বেশরম রং’। তাঁরা প্রশ্ন তুলতে চাইছে যে গেরুয়া রং কি এতটাই নির্লজ্জ? আর পাঠান অর্থাৎ একজন ইসলাম ধর্মাবলম্বী ওই রঙের সঙ্গে এমন ব্যবহার করবেন? সেই প্রশ্ন তোলা হয়েছে। পবিত্র রং গেরুয়া, তার সঙ্গে এমন ব্যবহার কেন করা হয়েছে সেই প্রশ্ন তুলেছে তাঁরা? আর তাই এই ছবি বয়কট করার কথা বলছেন তাঁরা।

পাঠান’ ছবির প্রথম গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগেই আন্দাজ করেছিলেন ভক্তরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার ভক্তরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে— পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।

টুইট শেয়ার করেই আবার বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী পুরো ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তার স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে ছবিটি বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।