‘Love Never Dies’..ভালোবাসার মরশুমে শহরে প্রেম ছড়াতে আসছে “ইতি memories”

সিনেমা হোক বা সিরিজ, বর্তমানে দর্শকমহল ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখতেই বেশি পছন্দ করেন। বিভিন্ন স্বাদের সিরিজ এখন টক্কর দিচ্ছে একে অন্যকে। এই লড়াইয়ে এগিয়ে রয়েছে…

memories

সিনেমা হোক বা সিরিজ, বর্তমানে দর্শকমহল ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখতেই বেশি পছন্দ করেন। বিভিন্ন স্বাদের সিরিজ এখন টক্কর দিচ্ছে একে অন্যকে। এই লড়াইয়ে এগিয়ে রয়েছে থ্রিলার সিরিজ। তবে কিন্তু নিয়ম বরাবর ব্যতিক্রমকেই সমর্থন করে। আর ভালবাসাকেও কি ঠেকিয়ে রাখা যায়! যায় না বলেই Klikk OTT আর শহরের আনাচে-কানাচে এখন কেবল আহেরি আর মল্লারের কথা, মৃত্যুও যে পথচলায় যতিচিহ্ন বসাতে পারেনি।

সমদর্শী দত্ত ইতিপূর্বে নানা ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তাঁর পরিচালক সত্ত্বাও পছন্দ করেছেন দর্শক। তাই আরও এক ওটিটি প্ল্যাটফর্ম ক্রিক- নিজের পরিচালনা নিয়ে আসতে চলেছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘ইতি Memories’। সম্প্রতি হয়ে গেল তার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। তবে এই সিরিজের মহিমা ঠিক কতটা দর্শকদের মন কাড়তে পারবে সেটা বুঝতে গেলে জানতে হবে সিরিজের প্রেক্ষাপট। আসুন তাহলে জেনে নেওয়া যাক।

memories

মল্লার একজন প্রবাসী বাঙালি। বহুবছরের প্রেমিকা এবং ফিয়ন্সী আহেরীর আব্দার রাখার জন্য ঠিক বিয়ের আগে আগেই আহেরীর ভালোবাসার শহর অর্থাৎ কলকাতা শহরে মল্লার আসছে, ভালোবাসার মানুষের ভালোবাসার শহরটিকে নিজের মত করে চিনে নেওয়ার জন্য। কোনো একসময় আহেরী মজা করে মল্লারকে বলেছিল যে মল্লার কখনো কলকাতায় এলে এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে সে মল্লারকে পরিচিত করে তুলবে, অর্থাৎ মল্লারের কলকাতা ভ্রমণের টুর গাইড হবে আহেরী। কিন্তু মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরীর। মল্লারের বিমান যেদিন সকালে কলকাতার মাটি স্পর্শ করে সেইদিনই আহেরীর মৃত্যু ঘটে এক নির্মম পথ দুর্ঘটনায়।

আহেরীর মৃত্যু থেকেই আসলে আরম্ভ হয় মল্লারের কলকাতা যাপন, যে যাপন আসলে আহেরীর দেখা এবং আহেরীর যাপনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। একাধিক ওঠা – পড়ার মধ্যে দিয়ে আরম্ভ হয় তার জীবনের এক নতুন জার্নী।

স্মৃতিপথের সেই যাত্রা এবার শুরু হতে চলেছে ‘ক্লিক’-এ, প্রতীক্ষার পরিসর পেরিয়ে আর কিছু দিনের মধ্যেই সে ধরা দেবে দর্শকের কাছে। সমদর্শীর এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায় এবং তানিকা বসু। এছাড়াও রয়েছেন অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, শাব্বির বেইগ, মিঠুন দেবনাথ, কৌশিক শীল, অয়ন্তিকা নাথ প্রমুখ শিল্পীরা। ‘ইতি memories’ ঠিক কতটা মেমোরেবেল হয় দর্শকদের কাছে এবার সেটাই দেখার।