ফ্যানেদের সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলার পর যা বললেন Rupam Islam

Rupam Islam: ‘মানুষের মানবিকতা হারিয়ে যাচ্ছ, শিল্পীরাও তো মানুষ! ওদেরও বিশ্রাম প্রয়োজন। আমার করা অনুরোধের আগে পরে বাদ দিয়ে শুধুমাত্র ওই অংশটুকুই নেটদুনিয়ায় ভাইরাল করা…

Rupam Islam

Rupam Islam: ‘মানুষের মানবিকতা হারিয়ে যাচ্ছ, শিল্পীরাও তো মানুষ! ওদেরও বিশ্রাম প্রয়োজন। আমার করা অনুরোধের আগে পরে বাদ দিয়ে শুধুমাত্র ওই অংশটুকুই নেটদুনিয়ায় ভাইরাল করা হয়েছে। এটা কি রূপমের সম্মানহানির জন্য? হঠাৎ এমন কথা কেন বললেন বাংলার জনপ্রিয় এই রকস্টার। ঠিক কি হয়েছিল সেদিন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অপ্রীতিকর ভিডিও। যেখানে রুপম ইসলামকে ফ্যানেদের অশ্রাব্য ভাষায় গালি দিতে দেখা যায়। এরপরেই তাঁর স্ত্রী জানান, ‘সেদিনের ঘটনা অত্যন্ত জঘন্য। টানা স্টেজ শোয়ের পর রূপমের শরীর খারাপ লাগছিল। একটানা এতক্ষণ পারফরম্য়ান্স। শিল্পীরও তো বিশ্রাম প্রয়োজন। ওইদিন রূপম সেই অবকাশটুকু পাইনি। সেলফি তুলতে এসে আমার উপও চড়াও হয়েছিল তারা। রূপম গাড়ি থেকেই নামতে পারছিল না। রীতিমতো সকলে ঘিরে ধরে, তখনই ও আর মাথা ঠাণ্ডা রাখতে পারেনি। রি-অ্যাক্ট করে ফেলে। এটাই খুব স্বাভাবিক নয় কি? মেজাজ হারানোটাই কি খুব স্বভাবিক নয়? (Rupam Islam)।’

রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত-র এই স্টেটমেন্ট সত্যিই ভাবিয়েছে নেটিজেনদের। তাঁদেরও দাবি, সত্যিই সারাদিন একটা মানুষ স্টেজ শো করার পর কীভাবে মাথা ঠান্ডা রাখতে পারেন। যদিও ওই ভাইরাল ভিডিও ক্লিপের আগের অংশ দেখানো হয়নি বলেই দাবি করেছেন রুপম ইসলাম। আপনিও ভিডিওটি দেখে বলুন আপনার কি মত।

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

ভিডিওটি দেখার পর সকলেই কিন্তু নিন্দে করেননি। বহু অনুরাগীরাই তাঁর (Rupam Islam) পাশে দাঁড়িয়েছেন।