৪০০ রানের ইনিংস খেলে ব্রায়ান লারার কথা মনে করালেন তরুণ ভারতীয় ক্রিকেটার

টেস্ট ক্রিকেটে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি মাত্র একবারই করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আর কেউ এটা করতে পারেননি।…

Prakhar Chaturvedi

টেস্ট ক্রিকেটে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি মাত্র একবারই করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে আর কেউ এটা করতে পারেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে ১০ বার। এর মধ্যে একবার রঞ্জি ট্রফির সময়ও এমন কীর্তি গড়েছিলেন এক ভারতীয় ক্রিকেটার। একই সঙ্গে লাল বলের ক্রিকেটে ৪০৪ রানের অপরাজিত ও ঐতিহাসিক ইনিংস খেলে ইতিহাস গড়লেন আরেক ভারতীয়।

কোচবিহার ট্রফির ফাইনালে এই কীর্তি গড়লেন কর্ণাটকের ব্যাটসম্যান প্রখর চতুর্বেদী। মুম্বইয়ের বিপক্ষে ৪০৪ রানের ঐতিহাসিক ও অপরাজিত ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে প্রখর ৬৩৮ বলের মুখোমুখি হয়ে অপরাজিত ৪০৪ রান করেন। তার ইনিংসের মধ্যে রয়েছে ৪৬ টি চার ও ৩ টি ছক্কা। বিহার ট্রফিতে সর্বোচ্চ রান গেটার হয়েছিলেন। এই ইনিংস দিয়ে ইতিহাস তৈরি করে রেকর্ড তালিকায় নিজের নাম তুলে নেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি কোনও ভারতীয়ের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বড় ইনিংস খেলা ভারতীয়রা:
• ভাউসাহেব বাবাসাহেব নিম্বলকর – অপরাজিত ৪৪৩, বনাম কাঠিয়াওয়াড়, পুনে ১৯৪৮ (রঞ্জি)
• প্রখর চতুর্বেদী- অপরাজিত ৪০৪, বনাম মুম্বাই, ২০২৩-২৪ (বিহার ট্রফি)
• পৃথ্বী শ- ৩৭৯, বনাম আসাম, ২০২২-২৩ (রঞ্জি ট্রফি)
• সঞ্জয় মঞ্জরেকর – ৩৭৭, বনাম হায়দ্রাবাদ, ১৯৯১ (রঞ্জি ট্রফি)
• মাতুরি ভেঙ্কট শ্রীধর – ৩৬৬, বনাম অন্ধ্র, ১৯৯৪ (রঞ্জি ট্রফি)

মুম্বই প্রথমে ব্যাট করে ৩৮০ রান তোলে। জবাবে কর্ণাটক তাদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৮৯০ রানের বিশাল স্কোর করে। এই ইনিংসে ওপেনিং থেকে শেষ পর্যন্ত খেলে প্রখর চতুর্বেদী অপরাজিত ৪০৪ রান করেন। ১৬৯ রান করেন হার্শিল ধরমনি। রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় এই ইনিংসে মাত্র ২২ রান করতে পেরেছিলেন।