মুক্তি পেল ‘অযোগ্য আমি’ এর রক ভার্সন

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত, ‘অযোগ্য’ চলচিত্রের টাইটেল ট্র্যাক। অনুপম রায়ের লেখায়, সুরে এবং গাওয়া ‘অযোগ্য আমি’ র বিষয়বস্তু ছিল ব্যর্থতার মোকাবেলা। পর্ণার…

rupam islam

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত, ‘অযোগ্য’ চলচিত্রের টাইটেল ট্র্যাক। অনুপম রায়ের লেখায়, সুরে এবং গাওয়া ‘অযোগ্য আমি’ র বিষয়বস্তু ছিল ব্যর্থতার মোকাবেলা। পর্ণার (ঋতুপর্ণা সেনগুপ্ত) বেকার স্বামীর রক্তিম (শিলাজিৎ মজুমদার) এর হতাশা এবং কীভাবে তার আক্রমনাত্মক আচরণ তার চারপাশের লোকদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সেটাই প্রতিফলিত হয়েছিল এই গানটিতে । গানটিতে এও দেখানো হয়েছিল যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার চরিত্র একে অপরকে অতীতে চিনতেন এবং প্রসেন (প্রসেনজিৎ) পর্ণার প্রাক্তন প্রেমিক ছিলেন যাকে তরুণ পর্ণা প্রত্যাখ্যান করেছিলেন। এটি উভয় পুরুষ চরিত্রের জন্য গানের কথাগুলিকে উপযুক্ত করে তুলেছিল, কারণ উভয়কেই বিভিন্ন কারণে ‘আজোগ্য’ হিসেবে দেখানো হয়েছিল।

এইবার রবিবার তারই রক ভার্সন মুক্তি পেল। গানটির কথা এবং সুর অনুপম রায়ের। কণ্ঠ রূপম ইসলামের। গানটিতে দেখা যায় একটি রেঁস্তোরাতে কারুর অপেক্ষায় ছিলেন প্রসেন (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। সেই রেস্তোরাঁতেই আড্ডায় রূপম ইসলামের অপেক্ষায় ছিলেন অনুপম রায়ও। এরপর তারা প্রসেনজিৎ এর সঙ্গে দেখা করেন এবং একটি চিঠি লিখে প্রসেন ও তাদের সঙ্গে বেরিয়ে পড়েন। চায়ের দোকানে আড্ডা দেওয়ার পর আবার বেরিয়ে পড়েন তারা। প্রসেনকে দেখে মনে হয় তিনি চিন্তায় রয়েছেন। গায়কদের চলচ্চিত্রের কিছু ঘটনা শোনান প্রসেন। এর ফাঁকে চলচ্চিত্রের কিছু ঝলক ও দেখানো হয়।

   

এরপর রেস্তোরাতে প্রসেনকে খুঁজতে আসেন পর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত)। প্রসেনকে খুঁজে না পেলেও টেবিলে তার উদ্দেশ্যে লেখা প্রসেনের চিঠিটি পান তিনি। তাতে লেখা ছিল, ” অনেক অপেক্ষা করেছ। ৭ই জুন দেখা হবে। “গানটি দেখেই বোঝা যাচ্ছে ছবির গল্প সম্বন্ধে আরও জানার জন্য প্রেক্ষাগৃহ মুখী হওয়ার কথা মনে করেছেন নির্মাতারা। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অযোগ্য’ মুক্তি পাচ্ছে আগামী ৭ই জুন। এটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি।