এবার দ্রৌপদীর চরিত্রে নতুন চমক রুক্মিণী মৈত্রর

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র ফের নতুন রূপে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নটী বিনোদিনীর মতো ঐতিহাসিক চরিত্র, পরিচালক বিরশা দাশগুপ্তর “ব্যোমকেশ ও…

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র ফের নতুন রূপে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নটী বিনোদিনীর মতো ঐতিহাসিক চরিত্র, পরিচালক বিরশা দাশগুপ্তর “ব্যোমকেশ ও দুর্গরহস্য” ছবিতে ‘সত্যবতী’’। এবার নতুন চমক রুক্মিণীর।

ফের রুক্মিণীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এবার মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দ্রৌপদী রূপে দেখা যাবে রুক্মিণীকে।

রুক্মিণী জানাচ্ছেন, “নটী বিনোদিনীর পর ফের রাম কমলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। রাম কমল শুধুই আমার পরিচালক নন, আমার বন্ধুও। রাম কমলের অনেকদিনের ইচ্ছা দ্রৌপদীকে নিয়ে ছবি করবেন।”

দৌপদী চরিত্র নিয়ে বলতে গিয়ে রুক্মিণী বলেন, “মহাভারতের দ্রৌপদী চরিত্রটি অসামান্য। প্রচুর শেডস রয়েছে। বিনোদিনীর পর আমার কাছে এটা আরেকটা চ্যালেঞ্জিং চরিত্র।”

রাম কমলের এই ছবিও প্রযোজনা করছেন দেব। সঙ্গে রয়েছেন প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী। দেবের কথায়, “রাম কমলের গল্প বলার মধ্য়ে একটা সুন্দর নন্দনতত্ত্ব লুকিয়ে রয়েছে। নটী বিনোদিনী চরিত্রে রুক্মিণীকে দেখার পর, আমার মনে হয় দ্রৌপদী চরিত্রটির জন্য রুক্মিণী সঠিক পছন্দ।” লেখক প্রতিভা রায়ের পুরস্কার প্রাপ্ত উপন্যাস যাজ্ঞসেনী থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে রাম কমলের ‘দ্রৌপদী’।