Transfer Window: সম্ভবত দল বদল করছেন না ভারতীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার

ভারতীয় ফুটবল সার্কিটের অন্যতম পরিচিত ফুটবলার হিতেশ শর্মা। চলতি ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) তাকে নিয়েও শুরু হয়েছিল জল্পনা।

Hitesh Sharma,ATK Mohun Bagan

ভারতীয় ফুটবল সার্কিটের অন্যতম পরিচিত ফুটবলার হিতেশ শর্মা। চলতি ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) তাকে নিয়েও শুরু হয়েছিল জল্পনা। একাধিক দল তাকে দলে নিতে আগ্রহী বলে শোনা গিয়েছিল। এ ব্যাপারে মিলেছে আপডেট।

চলতি ট্রান্সফার উইন্ডোতে প্রতিনিয়ত পাওয়া গিয়েছে নতুন নতুন সই সংবাদ। হিতেশ ভারতের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার। আক্রমণ গড়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তার ছাপ রাখার ক্ষমতা রয়েছে। ম্যাচ রিড করতে পারেন খুব ভালো। জানা গিয়েছে, ২০২৪ সাল থেকে হায়দরাবাদ এফসির সঙ্গে চুক্তি রয়েছে তার। এই পরিস্থিতিতে তিনি হয়তো অন্য কোনো দলে যাচ্ছেন না, সম্প্রতি এমনটা মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকে। তবে এটাও অনেকে মনে করছেন যে তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল একাধিক দল। শেষ পর্যন্ত তিনি হয়তো দল বদল করছেন না।

২৫ বছর বয়সী জলন্ধরের এই মিডফিল্ডার ধারাবাহিকভাবে খেলছেন ইন্ডিয়ান সুপার লীগে। কলকাতায় খেলার অভিজ্ঞতা ইতিমধ্যে তার হয়েছে। ছিলেন এটিকের ফুটবলার। তবে কেরিয়ারের সবথেকে বেশি হাইলাইট হয়েছেন হায়দরাবাদ এফসির হয়ে খেলে। ২০২০ সাল থেকে রয়েছেন নিজামের শহরের ক্লাবে। খেলেছেন পঞ্চাশের কাছাকাছি ম্যাচ।

কিছু দিন আগে ময়দানের একাংশ অনুমান করেছিল হিতেশকে দলে নিতে উৎসাহী ইস্টবেঙ্গল। লাল হলুদ সমর্থকদের মধ্যেও শুরু হয়েছিল আলোচনা। অচিরেই এই সম্ভাবনা মিলিয়ে গিয়েছে। তেমনই হয়তো অচিরে মিলিয়ে যেতে চলেছে হিতেশ শর্মার অন্য কোনো দলের যাওয়ার সম্ভাবনা। আগামী মরসুমেও হয়তো নিজামের শহরে থাকবেন তিনি।