Rubel Das: নজর লেগে যাওয়ার ভয় হয় রুবেলের। শ্বেতা ও রুবেলের সম্পর্কটা এতটাই দৃঢ় যে চারপাশের মানুষের আগ্রহের জালে জড়িয়ে অনেকটাই ভীত রুবেল। অভিনেতার মনে হয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন। আর কুনজর দেওয়ার লোকেরও অভাব নেই। তাই আর কি। রুবেলের চলতি শো তো সুপারহিট। নিম ফুলের মধু রমরমিয়ে চলছে। মাঝে মধ্যেই সিরিয়ালের খাতিরে একে অপরের কাছে আসতে হয় রুবেল ও পল্লবীকে। আর তা দেখে কেমন লাগে শ্বেতার।
রুবেল এ প্রসঙ্গেই বললেন, হাজার হোক। প্রত্যেকেই মানুষ খারাপ তো লাগতেই পারে। তবে সেটা ক্ষণিকের। তাঁদের ভালোবাসার পাশাপাশি বোঝাপড়াটা এতটাই শক্তপোক্ত যে ভাবা যায় না। রুবেলের কোট আনকোট কথায়, ”শ্বেতা আমাকে বোঝে। আমরা কেউ-কারও কাজে নাক গলাই না। আমাদের বোঝাপড়াটা খুব ভাল। তবে আমরা সকলেই মানুষ। কোথাও কিছু খারাপ লাগলে, সেটা ওইটুকু সময়ের জন্যই। কিন্তু সেই ‘তালমেল’টা আছে আমাদের। আর আমরা একে অপরকে কাজের ক্ষেত্রে কোনও কিছু করতে বারণ করি না।”
এদিকে 2025 সালের মধ্যে তো বিয়ের ইচ্ছে রুবেলের। মিডিয়াকে কি দূরে রেখেই করতে চান, অনেকটা ওই কাঞ্চন শ্রীময়ীর মতো একান্ত ব্যক্তিগত নিয়মে! না একেবারেই তা নয়। রুবেল স্পষ্ট জানিয়েছেন যে, “সংবাদমাধ্যমের সঙ্গে আমরা জড়িয়ে। আমরা যতটুকু যা জনপ্রিয়তা পেয়েছি, তাতে সংবাদমাধ্যমের একটা অবদান রয়েছে। তাদের বাদ দিয়ে কিছুই হবে না। আর বিয়েটা সব জানিয়ে করব। তবে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, বরং ছিমছাম ভাবে করব।”
উল্লেখ্য, এদিন নিম ফুলের মধু’র সেটে ৫০০ পর্ব পাড় হওয়ার উদযাপন করেছে টিম রুবেল। অন্যদিকে কোন গোপনে মন ভেসেছে নিয়ে বেজায় ব্যস্ত শ্বেতাও। তাও দুজনের প্রেম পর্ব সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালই। দেখুন।
View this post on Instagram