Staff Selection Commission: নিয়োগ করবে এসএসি, রইল সম্পূর্ন আবেদন প্রক্রিয়া

উজ্জ্বল ভবিষৎ গড়ার স্বপ্ন থাকে সকল ছাত্র ও ছাত্রীদের জীবনে। তবে সেই স্বপ্ন পূর্ণ করতে তাদের প্রথম লক্ষ্য চাকরি। আর সেটা যদি সরকারি হয় তাহলে…

Staff Selection Commission

উজ্জ্বল ভবিষৎ গড়ার স্বপ্ন থাকে সকল ছাত্র ও ছাত্রীদের জীবনে। তবে সেই স্বপ্ন পূর্ণ করতে তাদের প্রথম লক্ষ্য চাকরি। আর সেটা যদি সরকারি হয় তাহলে তো কথাই নেই। তবে এবার সেই সকল চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর নিয়ে এসেছে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। কারণ গত আট এপ্রিল থেকে শুরু হয়েছে সেখানে আবেদন প্রক্রিয়া। এই আবেদনপত্র পূরণের শেষ তারিখ আপাতত ৭ মে নির্ধারণ করা হয়েছে।

কোন কোন পদে আবেদন করা যাবে
এসএসসি সিএইচএসএল নিয়োগ ড্রাইভের মাধ্যমে জানা যায় সেখানে মোট ৩,৭১২ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে রয়েছে নিম্ন বিভাগের ক্লার্ক এলডিসি/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ, ডাক সহকারী পিএ/ সর্টিং সহকারী। এছাড়াও ডেটা এন্ট্রি অপারেটর পদেও নিয়োগ দেওয়া হবে যেখানে আবেদনকারীরা আবেদন করতে পারবে।

   

আবেদনকারীর যোগ্যতা ও বয়স সীমা
প্রার্থীদের দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে বা একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে সমমানের যোগ্যতা থাকতে হবে ডিইও । এসএসসি সিএইচএসএল ২০২৪ পরীক্ষার জন্য সর্বনিম্ন বয়স সীমা হতে হবে ১৮ বছর, এবং সর্বোচ্চ বয়স সীমা ২৭ বছর। উপরন্তু, প্রার্থীরা কর্তৃপক্ষ দ্বারা প্রতিষ্ঠিত নিয়ম এবং প্রবিধান অনুযায়ী বয়স শিথিলকরণের জন্য যোগ্য হতে পারেন।

আবেদন পক্রিয়া
এসএসসি সিএইচএসএল এর প্রাথমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে কমিশনের ওয়ান-টাইম-রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মের মাধ্যমে। রেজিস্ট্রেশনের পরে কীভাবে আবেদনপত্র পূরণ করতে হবে, তা জানা বিশেষ জরুরী।
১) আবেদনপত্রের জন্য কোনও টুপি বা চশমা ছাড়া পরিষ্কার ফটোগ্রাফের প্রয়োজন । এছাড়াও, আবেদনের সময় আপনার সিস্টেমে আপনার মার্ক-স্টেটমেন্ট এবং সার্টিফিকেটের সফট-কপি লাগবে।

২) আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন সিস্টেমে লগ ইন করুন।

৩) ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2024’ ট্যাবের অধীনে আবেদনের লিঙ্কটি খুঁজে বের করে সেটিতে ক্লিক করুন।

৪) আবেদনের সময় কিছু কলাম (১ থেকে ১৮) কিন্তু পূরণ করার সময় মন দিয়ে করবেন, কারণ এগুলি এককালীন হবে পরে এই তথ্য পরিবর্তন করতে পারবেন না।

৫) অনলাইন ফর্মে একাডেমিক এবং ব্যক্তিগত বিবরণ পূরণ করুন।

৬) ফর্মটি পূরণে ঝাপসা ছবি বাতিল করা হবে।

৭) আবেদন জমা দেওয়ার আগে, প্রিভিউতে প্রবেশ করে সব সঠিক দেখেনিয়ে তারপর, ‘I Agree’ বক্সে ক্লিক করে দিন।

৮) আবেদনের সব তথ্য সঠিক ভাবে যাচাই করার পর, আপনার আবেদন জমা দিতে এগিয়ে যান।

৯) ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে আবেদনের ফি অনলাইনে পরিশোধ করা যেতে পারে।

১০) আবেদন জমা দেওয়ার পরে, এটি অস্থায়ীভাবে গ্রহণ করা হবে। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার পরে কমিশনে জমা দেওয়ার জন্য আবেদনপত্রের একটি অনুলিপি প্রিন্ট করে রাখার কথা ভুলবেন না।

সময়সীমা
i) অনলাইন আবেদন জমা দেওয়ার সময়কাল: ০৮-০৪-২০২৪ থেকে ০৭-০৫-২০২৪ পর্যন্ত
ii) অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ০৭-০৫-২০২৪ (রাত ১১টা)
iii) আবেদনপত্র সংশোধনের তারিখ: ১০-০৫-২০২৪ থেকে ১১-০৫-২০২৪ (রাত ১১টা)
iv) টিয়ার-১ (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা) পরীক্ষা: জুলাই মাসের ১ম থেকে ৫ম এবং ৮ম থেকে ১২ তারিখ
v) টিয়ার-২ পরীক্ষা: যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে
স্টাফ সিলেকশন কমিশন জানিয়ে দিয়েছে।