Rituparna Sengupta: ভীষণ দুশ্চিন্তায় ঋতুপর্ণা, কী হল নায়িকার!

Rituparna Sengupta: ‘‘আমি হাসপাতালেই যাচ্ছি। আমার ভাই রয়েছে ওখানে। ওরা এ রকম কেন করছে বুঝতে পারছি না। আমার ধারণা, আমাদের বিমা এজেন্ট এই ঘটনার সঙ্গে…

Rituparna Sengupta

Rituparna Sengupta: ‘‘আমি হাসপাতালেই যাচ্ছি। আমার ভাই রয়েছে ওখানে। ওরা এ রকম কেন করছে বুঝতে পারছি না। আমার ধারণা, আমাদের বিমা এজেন্ট এই ঘটনার সঙ্গে জড়িত।’’সুগার, উচ্চ রক্তচাপ এবং মূত্রনালির অসুস্থতার জন্য কলকাতার এক নামি হাসপাতালে ভর্তি হন ঋতুপর্ণার মা। ডাক্তার চিকিৎসা করে বাড়ি যাওয়ার অনুমতি দিলেও হাসপাতালের বিল নিয়ে বিমা সংস্থা ঝামেলা করে। যার দরুণ শুক্রবার বিকাল পর্যন্ত মাকে বাড়ি নিয়ে যেতে পারেননি ঋতুপর্ণা। এরপরেই এমনটা বললেন নায়িকা।

অভিনেত্রীর ভাই প্রদীপ্ত সেনগুপ্তর দাবি, ‘‘মেডিক্লেম সংস্থা একের পর এক নথি চাইছে। আমরা সব দেওয়ার পরেও বলছে যে ‘ক্যাশলেস’ করা যাবে না। অথচ যা বিল হয়েছে, তাতে পলিসির চুক্তি অনুযায়ী পুরোটাই আমাদের বিমা সংস্থার থেকে পাওয়ার কথা। মায়ের বয়স হয়েছে। উনি বাড়ি যেতে চাইছেন। এ দিকে দু’দিন ধরে আমাদের ঘোরানো হচ্ছে। হাসপাতালের বিলও বাড়ছে। এটা ঠিক নয়।”

উল্লেখ্য, আবারও ঢালিউডে অর্থাৎ বাংলাদেশি ছবিতে কাজ করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্তা। আসন্ন ছবিটির নাম বাঙালি বিলাস। শুরু হবে সিনেমার শুটিং। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই ছবিতে আর কারা কাজ করছেন সেটা এখনও জানানো হয়নি। প্রকাশ্যে আসেনি শুটিং কবে থেকে শুরু হবে। ছবিটির প্রযোজনা করছেন এবাদুর রহমান। পরিচালনা করবেন ঋতুপর্ণা সেনগুপ্তা।

 

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Camellia Productions Pvt. Ltd. (@camelliafilmsnow)