Basabdatta: ‘চরিত্রটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

Basabdatta: ‘‘চরিত্রটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট চরিত্র হলেও আমার সমস্যা নেই। কিন্তু সেটা যেন মানুষের মনে দাগ কাটতে পারে সে দিকে খেয়াল রাখার চেষ্টা…

Basabdatta, Tollywood Gossip

Basabdatta: ‘‘চরিত্রটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট চরিত্র হলেও আমার সমস্যা নেই। কিন্তু সেটা যেন মানুষের মনে দাগ কাটতে পারে সে দিকে খেয়াল রাখার চেষ্টা করি।” সম্প্রতি, নতুন সিরিজে কাজের প্রসঙ্গে বাসবদত্তা আরও বলেন যে, ‘‘গল্প এবং চরিত্র পছন্দ হয়েছিল। এর আগেও প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছি। কিন্তু দময়ন্তী চরিত্রটা একটু আলাদা।’’

এতদিন ছোটপর্দা থেকে কেন দূরে ছিলেন অভিনেত্রী Basabdatta। বললেন, “ ‘‘যখন চুটিয়ে সিরিয়াল করতাম, ডেট এর সমস্যায় অনেক কাজ করতে পারিনি। আবার অনেকে ডাকবেন বলে পরে আর যোগাযোগ করেননি। খবরের কাগজে পরে জানলাম আমার জায়গায় অন্য কেউ সুযোগ পেয়েছে। আমি পরিচালককে কড়া ভাষায় মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম যে, ওঁর সঙ্গে আর কোনও দিন কাজ করব না।’’

টলিউডে কথা দিয়ে কথা না রাখার প্রবণতা বেশি। ‘‘মুম্বইয়ের প্রচুর কাজের অডিশন দিই। কিন্তু নির্বাচিত না হলে বা অন্য কাউকে নিলে ওঁরা কিন্তু সেটা জানিয়ে দেন। কিন্তু ডেট নিয়ে তাঁকে ঝুলিয়ে রাখা অসভ্যতা বলেই মনে হয়। আর এখানে সেটা খুব বেশি হয়।’’ এমনটাই বললেন কার কাছে কই মনের কথা খ্যাত অভিনেত্রী।

প্রসঙ্গত, শক্তিরূপেণ ওয়েব সিরিজে কাজ করেছেন বাসবদত্তা। প্রথম সিরিজে কাজ করা নিয়ে নায়িকা বললেন, ‘‘গল্প এবং চরিত্র পছন্দ হয়েছিল। এর আগেও প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছি। কিন্তু দময়ন্তী চরিত্রটা একটু আলাদা।’’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Basabdatta Chatterjee (@basabdatta.official)