Jaya-Amitabh: জয়ার শরীরের এই জিনিসটি দেখেই বিয়ে করেছিলেন অমিতাভ! ফাঁস গোপন তথ্য

Jaya Bhaduri-Amitabh Bachchan

বলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bhaduri)। বি টাউনে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া প্রায় লেগেই থাকে, সেখানে জয়া এবং অমিতাভের সম্পর্ক সত্যিই একটি আদর্শ নিদর্শন। অনেক বাধা বিপত্তি পেরিয়েও আজও একসঙ্গে আছেন দু’জনে। তবে বলিউডের বিগ বি তাঁদের এই মিষ্টি মধুর সম্পর্ক নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন।

এতদিন পর্যন্ত অনুরাগীরা ভাবতেন ভালোবেসে জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ। কিন্তু এত বছর পর শেহেনশাহ জানালেন যে মোটেই তিনি ভালোবেসে বিয়ে করেননি তাঁর স্ত্রীকে। বরং জয়ার শরীরের একটি জিনিস তার খুব ভালো লেগে গিয়েছিল। আর ঠিক সেই কারণেই তাঁর সঙ্গে সাত পাক ঘোরার সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ।

   

বহুল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে নিজের বিয়ে নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন অমিতাভ। সেখানে অমিতাভ জানান, তাঁর বরবরই মেয়েদের লম্বা চুল ভীষণ পছন্দে। প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের পা অবধি চুলের প্রশংসাও করেন তিনি। এরপরই বিগ বি বলেন, জয়ার লম্বা চুলের কারণেই তিনি তাকে ভালোবেসে ফেলেন এবং বিয়ে করেন।

এই প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘আমি কখনও জানতাম না, লতাজি নিজের চুলে কী লাগাতেন কিন্তু ওনার চুল খুব লম্বা এবং সুন্দর ছিল। শুধু তাই নয়, জয়া বচ্চনের লম্বা এবং সুন্দর চুল ওনাকে বিয়ে করার অন্যতম একটি কারণ ছিল’। এরপর তিনি আরও বলেন, মেয়েদের ছোট করে চুল কাটা তার একেবারেই পছন্দ নয়। চুল যখন নিজে থেকেই বাড়ছে, তখন সেটা কেটে ফেলার নাকি কোনও কারণ দেখতে পান না অমিতাভ। আর তাই আজও জয়ার লম্বা চুলের প্রেমেই বাঁধা পড়ে আছেন অমিতাভ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন