রাজস্থান ইউনাইটেডের উদীয়মান তারককে দলে পেতে কথাবার্তা চালাচ্ছে East Bengal

প্রায় দোরগোড়ায় জানুয়ারির উইন্টার ট্রান্সফার মার্কেট। ইতিমধ্যে প্রতিটি দল দলবদল বাজার সারতে নিজেদের রননীতি সাজিয়ে ফেলেছে। রণনীতি সাজিয়েছে কলকাতার দুই প্রধান দল এটিকে মোহনবাগান এবং…

Gyamar Nikum

প্রায় দোরগোড়ায় জানুয়ারির উইন্টার ট্রান্সফার মার্কেট। ইতিমধ্যে প্রতিটি দল দলবদল বাজার সারতে নিজেদের রননীতি সাজিয়ে ফেলেছে। রণনীতি সাজিয়েছে কলকাতার দুই প্রধান দল এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (East Bengal)।

সম্প্রতি প্রখ‍্যাত মার্কাস মারগুলাও জানিয়েছিলেন ইস্টবেঙ্গল আসন্ন ট্রান্সফার উইন্ডো থেকে বেশ কিছু ডোমেস্টিক এবং ফরেন ফুটবলার তুলে নেবে। তাই লাল হলুদের পরিকল্পনা যে বেশ সুস্পষ্ট সেই কথা বলাই বাহুল্য।

শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল আসন্ন জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো থেকে দলে পেতে চাইছে গামারনিকুম’কে (Gyamar Nikum)। বর্তমানে রাজস্থান ইউনাইটেডের রাইট মিডফিল্ডার পজিশনে খেলেন এই ফুটবলার।

চলতি মরশুমে নজরকাড়া ফুটবল খেলছেন এই গামারনিকুম। ইতিমধ্যে ২৪ ম‍্যাচ খেলে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট করে ফেলেছেন এই ফুটবলার। তবে আইলিগে তেমন একটা সুযোগ পাচ্ছেন না। কিন্তু সুযোগ পেলেই নিজের শৈল্পিক ফুটবলের পরিচয় দিয়েছেন। এখনো অবধি ৫৫ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এই ফুটবলার, গোল করেছেন একটি।

এবারের ডুরান্ডকাপেও তার দৃষ্টি নন্দন ফুটবলের দেখা মিলেছিল। খেলার একেবারে শেষ মুহুর্তে তার করা গোলে এটিকে মোহনবাগান কে হারিয়ে চমক দিয়েছিলো রাজস্থান। গোটা টুর্নামেন্টে পাঁচটি ‌ম্যাচ খেলে দুটো গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছিলেন। যখনই সুযোগ পেয়েছেন নিজেকে উজাড় করে দিয়েছেন এই ফুটবলার। মাঝমাঠে প্রবল ওয়ার্কলোড নিয়ে খেলার পাশাপাশি উইং বরাবর খেলার ক্ষমতা রাখে এই ফুটবলার। ইতিমধ্যে গামারনিকুমের সাথে বেশ খানিকটা কথাবার্তা এগিয়েছে ইস্টবেঙ্গলের, এমনটাই শোনা যাচ্ছে। এমন তরুণ প্রতিভাবান ফুটবলারকে দলে নিতে পারলে আখেরে লাভবান হবেন লাল হলুদ ব্রিগেড। কে জানে হয়তো তিনিই হয়ে উঠতে পারেন ভবিষ্যতের তারকা।