Transfer window: খুব শীঘ্রই নতুন স্ট্রাইকারের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল

বছর শেষ হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি । নতুন বছরের শুরুতেই শীতকালীন ট্রান্সফার মার্কেটকে (Transfer window) কেন্দ্র করে তপ্ত হয়ে উঠবে ফুটবল মহল।…

east-Bengal

বছর শেষ হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি । নতুন বছরের শুরুতেই শীতকালীন ট্রান্সফার মার্কেটকে (Transfer window) কেন্দ্র করে তপ্ত হয়ে উঠবে ফুটবল মহল। এই মুহূর্তে প্রতিটি দলের সমর্থকরা মুখিয়ে আছেন তাদের প্রিয় দলের ট্রান্সফার আপডেট বিষয় সম্পর্কে জানতে।

এইমুহুর্তে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার আসাকে কেন্দ্র করে একাধিক জল্পনা তৈরী হচ্ছে।কিন্তু এই মুহূর্তে যা খবর ইস্টবেঙ্গলের স্ট্রাইকার আনার সম্ভাবনা আছে দুটো জায়গা থেকে।এরমধ্যে রয়েছে অস্ট্রেলিয়া এবং নাইজেরিয়া।তবে সুত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের স্ট্রাইকার বাছাই করার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।শুধু বাকি খাতায় কলমের কাজ।

তবে কনফিউশন তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার আসছে,নাকি নাইজেরিয়ার। সেটাকে কেন্দ্র করে।ইস্টবেঙ্গলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সংশ্লিষ্ট ক্লাবে আগত সকল নাইজেরিয় আক্রমণ ভাগের ফুটবলার দারুণ সফল।এছাড়া ইস্টবেঙ্গল টিম ম‍্যানেজমেন্ট অস্ট্রেলিয়ার লিগের ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে।তাই হয় নাইজেরিয়া এবং অস্ট্রেলিয়ার কোনো আক্রমণ ভাগের ফুটবলার কে নিতে চলেছে ইস্টবেঙ্গল। সেটা স্পষ্ট একপ্রকার।

তবে বর্তমানে প্রশ্ন উঠছে কিরিয়াকু এবং ইভান গঞ্জালেজ কে কি রেখে দিতে চলেছে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট ? নাকি কিরিয়াকু এবং লিমাকে বদলাবে লাল হলুদ ম‍্যানেজমেন্ট ? শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল মাঝমাঠে একটি বদল আনার প্রচেষ্টায় আছে, কিন্তু সেটা কি কিরিয়াকু নাকি লিমা,সেটা এখনও স্পষ্ট নয়। তাই শেষ অবধি কি হয়,এখন সেটাই দেখার।এদিকে হীরা মন্ডল কে নেবে না ইস্টবেঙ্গল, সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছে, লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।