Raima Sen: নতুন রূপে আগুন ধরালো রাইমা

Raima Sen

টলিপাড়ার সুন্দরীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। শুধু ফটোশ্যুটে নয়,নিজস্ব স্টাইল স্টেটমেন্টে ও রাইমা টলিপাড়ার আইকন।অভিনেত্রীকে সদ্যই দেখা গেল নতুন হেয়ার স্টাইলে।সঙ্গে করেছেন হাইলাইট ও।

Advertisements

 অরিন্দমের ‘ইস্কাবনের বিবি’ তৃণা সাহা

   

নিউ হেয়ার কালারে মন্দ লাগছে না অভিনেত্রীকে।রাইমা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়।ফটোশ্যুটের পাশাপাশি যেকোন ও ব্যাপারে নিজের আপডেট অনবরত শেয়ার করতে থাকেন ভক্তদের সঙ্গে।নতুন হেয়ার স্টাইলে অভিনেত্রীকে দেখে খুশিতে দগমগ ভক্তরা।অনেকেই অভিনেত্রীর ইনবক্সে কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন রাইমা হেয়ার স্টাইলটি কোন জায়গা থেকে করেছেন।অনেকে আবার তার মতো হেয়ার কালার করার ইচ্ছে প্রকাশ করেছেন।

Advertisements

 অশ্লীল প্রস্তাব আসায় ইন্ডাস্ট্রি ছাড়চ্ছেন অভিনেত্রী প্রত্যুষা

নিউ হেয়ার স্টাইল যে একজন ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধিতে কতটা গুরুত্বপূর্ণ,তা রাইমাকে দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে।দিন কয়েক আগেই উন্মুক্ত ক্লিভেজে সাহসী পোশাকে নিজেকে মেলে ধরেছিলেন মুনমুন কন্যা।রূপালি পর্দার চ্যালেঞ্জিং চরিত্রের মতোই বাস্তব জীবনে সাহসীকতার ছাপ রেখেছেন রাইমা।ফটোশ্যুটের জন্য নিজেকে উজাড় করে দিতেও পিছু পা হননা অভিনেত্রী।তাই সবসময় নেটিজেনদের নজরে থাকেন রাইমা।সব মিলিয়ে বলা যেতেই পারে মুনমুন কন্যার স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটদুনিয়ার সদস্যরা।