ISL: এটিকে’র মতো এটিকে মোহন বাগানও বজায় রাখল এই ধারা

সেমিফাইনাল (ISL) পৌঁছে গিয়েছে এটিকে মোহন বাগান। তবে গ্লানি রয়ে গিয়েছে কিছুটা। কারণ জামশেদপুর এফসির বিরুদ্ধে হারতে হয়েছে শিল্ডের লড়াইয়ে। তবুও বেশ কিছু নজির রয়েছে…

সেমিফাইনাল (ISL) পৌঁছে গিয়েছে এটিকে মোহন বাগান। তবে গ্লানি রয়ে গিয়েছে কিছুটা। কারণ জামশেদপুর এফসির বিরুদ্ধে হারতে হয়েছে শিল্ডের লড়াইয়ে। তবুও বেশ কিছু নজির রয়েছে বাগানের, যা উল্লেখ্য। যার মধ্যে একটি যুক্ত রয়েছে এটিকে’র সঙ্গে। 

ইন্ডিয়ান সুপার লিগে অভিষেকের পর টানা দ্বিতীয়বার সেমিফাইল বা শেষ চারের পর্বে যোগ্যতা করেছে এটিকে মোহন বাগান। এটিকের ক্ষেত্রেও একই পরিংখ্যান। কলকাতার এটিকে এফসি-ও তাদের প্রথম দুই মরশুমেই সেরা চারে ছিল। এটিকে মোহন বাগান সেই ধারা বজায় রেখেছে। 

বাগানের খেলায় এবার বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন ভারতীয় ফুটবলাররাও। এবারের ইন্ডিয়ান সুপার লিগের যে কোনও দলের তুলনায় সবুজ মেরুন জার্সিতে ভারতীয় স্কোরার সবথেকে বেশি। সব মিলিয়ে ১৯টি গোল করেছেন দলের ভারতীয় ফুটবলাররা। ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি দলের ভারতীয় ফুটবলাররা ২০টি গোল করেছিলেন। নতুন নজির গড়ার সুযোগ রয়েছে এটিকে মোহন বাগানের সামনে। অবশ্যই চোখ থাকবে লিস্টন কোলাসো, মনবীর সিংয়ের দিকে। 

লিগের প্রথম দিকে পালতোলা নৌকাকে কিছুটা টালমাটাল দেখিয়েছিল। সরে গিয়েছিলেন লোপেজ হাবাস। দলের হাল ধরেছেন হুয়ান ফেরান্দো। টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার নজির গড়েছে বাগান। এর আগে এফসি গোয়াও এই নজির গড়েছিল।