Puja Banerjee: মৃত্যুকে চোখের সামনে থেকে দেখলেন নায়িকা। আর একটু হলেই বিরাট অঘটন ঘটতে পারত। যাইহোক করে প্রাণে বেঁচে গিয়েছেন। বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করেছিল। আর তারপরেই ঘটে দুর্ঘটনা। এখানে যে নায়িকার কথা বলা হচ্ছে। তার নাম শুনলে আপনিও হয়ত চিন্তিত হয়ে পড়বেন। তিনি আপনাদের সকলের প্রিয় চ্যালেঞ্জ ছবিতে দেবের নায়িকা।
চ্যালেঞ্জ ছবির সিকুয়েলে অর্থাৎ চ্যালেঞ্জ ২-তে দেখা গিয়েছিল নায়িকাকে। নাম পূজা ব্যানার্জি। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের জীবনের সবচেয়ে দুর্ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী পূজা (Puja Banerjee)। জানা গিয়েছে, এখন সব কন্ট্রোলে। ভালো আছেন পূজা ও তাঁর পুরো পরিবার৷ এদিন গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে গিয়েছিল অভিনেত্রীর বাড়িতে৷ তাহলে এখন কেমন আছেন অভিনেত্রী। সব ঠিক আছে তো। ভক্তরাও রীতিমত চিন্তায় পড়েছেন। শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে।
ফ্যানেদের চিন্তা কমাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লিখেছেন- ‘একটুর জন্য বেঁচে গেলাম৷ বাড়িতে আগুন লেগে গেছিল৷ ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি’৷ অভিনেত্রীর পোস্ট দেখে ফ্যানেরা কমেন্টে জানাচ্ছেন, এত বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন এটাই সবচেয়ে ভাল খবর৷ খুব সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। কারণ সামনেই অভিনেত্রীর হাতে রয়েছে প্রজেক্ট। একেবার নতুন অবতারে ক্যাবারে ডান্সার হয়ে নজর কাড়বেন পূজা বন্দ্যোপাধ্যায়।
View this post on Instagram
View this post on Instagram