দেবীপক্ষে TRP যুদ্ধে বাজিমাত করতে চ্যানেলের তুরুপের তাস একঝাঁক জনপ্রিয় মুখ

বায়োস্কোপ ডেস্ক: আর হাতে গোনা কয়েকটা দিন পরেই মহালয়া। ভোরের বীরেন্দ্র কৃষ্ণর পাশাপাশি বাংলা বিভিন্ন চ্যানেল গুলোয় মহালয়া অনুষ্ঠান বাঙালির চিরাচরিত। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে…

mahalaya

বায়োস্কোপ ডেস্ক: আর হাতে গোনা কয়েকটা দিন পরেই মহালয়া। ভোরের বীরেন্দ্র কৃষ্ণর পাশাপাশি বাংলা বিভিন্ন চ্যানেল গুলোয় মহালয়া অনুষ্ঠান বাঙালির চিরাচরিত। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে রীতিমতো রেষারেষি চলে মহালয়ার সকালের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। বিশেষ করে অল্পবয়েসী দর্শকদের মাঝে মহিষাসুরমর্দিনী দেখার উত্তেজনা সবচেয়ে বেশি। জি বাংলা, স্টার জলসা থেকে কালারস বাংলা তাই মহালয়ার ভোরে নিয়ে আসছে এক রাশ নতুন চমক। 

দুর্গা পুজোয় এবছর কাদের দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে তা নিয়ে টলি পাড়ায় বেশ শোরগোল পড়ে গেছে। দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি থেকে ‘রাণী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়। প্রসঙ্গত, দিতিপ্রিয়াকে দুর্গা চরিত্রে দেখা যাবে দ্বিতীয়বারের জন্য। এই নিয়ে অভিনেত্রী উচ্ছাসও প্রকাশ করেছেন মিডিয়ার কাছে। তার ভক্তরাও টিভি পর্দার রাণী রাসমণিকে দূর্গা রূপে দেখতে বেশ আগ্রহী।

   

Mimi

উল্লেখ্য, তিনি বেশ কিছু বছর ধরে অপর একটি বেসরকারি চ্যানেলে অভিনয় করেছেন রাণী রাসমণির চরিত্রে যা তাকে অত্যন্ত অল্প বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। অভিনেতা গাজি আব্দুর নূরের সাথে পর্দায় তার মেলবন্ধন প্রশংসা পেয়েছিল সমালোচকদের কাছেও। মহালয়ার ভোরে দ্বীতিপ্রিয়াকে দুর্গা রূপে দেখা যাবে স্টার জলসার পর্দায়।

এছাড়াও, জি বাংলায় মহালয়ার অনুষ্ঠানে দুর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে। আগের বছর ওই চ্যানেলেই দুর্গা চরিত্রে দেখা গেছিল দ্বীতিপ্রিয়াকে। শুভশ্রী এর আগেও বহুবার দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন বিভিন্ন চ্যানেলে মহিষাসুরমর্দীনি অনুষ্ঠানে। অপরদিকে, মহালয়ার ভোরে কোয়েলকে দুর্গা রূপে দেখা যাবে কালারস বাংলার পর্দায়। তিনি দুর্গা চরিত্রে মহালয়ার অনুষ্ঠানে বাকি দুজনের চেয়ে প্রবীণা। তবে, চমক শুধু দুর্গা চরিত্রে অভিনেত্রীদের ভূমিকা নিয়েই নয়, মহালয়ার গানের অনুষ্ঠানে জুটি বাঁধতে দেখা যাবে শোভন গাঙ্গুলি ও ইমন চক্রবর্তীকেও। এখন দেবীপক্ষের প্রাক্কালে টি.আর.পি. যুদ্ধে কে বাজিমাত করবে তা সময় বলে দেবে।