Padatik: দুই বাংলায় জন্য সৃজিত মুখোপাধ্যায়ের বিশেষ উপহার ‘পদাতিক’। ছবির মুক্তি নিয়ে এতদিন পর সগর্বে মুখ খুললেন চঞ্চল চৌধুরী (Chanchal Chawdhury)। ফেসবুকে পোস্ট করে লিখলেন,
“সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না।সে আসে,যাতে তুমি নতুন পথ খুঁজে পাও”
…..রবার্ট এইচ স্কুলার
( “পদাতিক” সিনেমায় অভিনয় করবার সময় এই উক্তিটি আমি জীবন দিয়ে অনুভব করেছি।
সদ্য পিতৃবিয়োগের শোক কাটিয়ে ওঠার আগেই শুরু করেছিলাম মৃণাল সেন হয়ে ওঠার গল্প )
খুব তাড়াতাড়িই সৃজিত মুখার্জীর “পদাতিক” আমরা বড় পর্দায় দেখতে পাবো।
অর্থাৎ, পদাতিক (Padatik) সিনেমার সিনেমার শুটিং চলাকালীন, ছবিতে মৃণাল সেনকে নিজের মাধ্যমে ফুটিয়ে তুলতে কিছুটা অনুপ্রেরণার মতো কাজ করেছে উপরিউক্ত উক্তিটি। এমনটাই বোঝাতে চেয়েছেন চঞ্চল। তবে, কবে সিনেমাটা রিলিজ হবে সে নিয়ে এখনও প্রকাশ্যে আসেনি তথ্য। জানা গিয়েছে, উল্লেখ্য, পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরীর স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনামী ঘোষকে।
গত বছরে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ সিনেমায় অভিনয় নিয়ে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ‘তার মতো এত বড় মাপের একজন মানুষ, আমরা উনার জন্য গর্ববোধ করি। সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশের মানুষ, ফরিদপুরে তার জন্ম। এই উপমহাদেশে তার মত এত বড় মাপের একজন নির্মাতার নখের যোগ্য আমরা নই’। চৌধুরীর কথায়, ‘বাংলাদেশের দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার অভিনয় পছন্দ করেন। সেইসঙ্গে আমার কাছে বাড়তি পাওনা পশ্চিমবঙ্গের অগণিত দর্শক। এই বিষয়টিও আমার অনেক ভালো লাগে’ (Padatik)।