Nora Fatehi: লাল রঙের লাস্যময়ী পোশাকে নজর কেড়েছেন ‘দিলবর’ কন্যা

বর্তমানে বলিউড জগতে সকল নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন নোরা ফাতেহি (Nora Fatehi )। নোরা ফাতেহি বিশেষত বিভিন্ন আইটেম গানে নাচার জন্য জনপ্রিয়। জগতে…

Nora Fatehi

বর্তমানে বলিউড জগতে সকল নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন নোরা ফাতেহি (Nora Fatehi )। নোরা ফাতেহি বিশেষত বিভিন্ন আইটেম গানে নাচার জন্য জনপ্রিয়।

nora-fatehi

জগতে এই নায়িকা শুধু তার নাচের জন্য জনপ্রিয় কিংবা সমালোচিত তা নয়, তার নানান ধরনের পোশাক-পরিচ্ছদের জন্যও তাকে অনেকবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। আজকালকার দিনে আবাল-বৃদ্ধ-বনিতাসহ-বনিতাসহ বিনোদন জগতের মানুষ প্রায় সবসময়েই মজে থাকে নেটদুনিয়ায়। প্রায় প্রতিনিয়তই তারকারা কিছু না কিছু পোস্ট করতে থাকে ইনস্টাগ্রামে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

তেমনই নোরা ফাতেহির ইনস্টা আকাউন্ট-এ সদ্য পোস্ট করা তার ফটোতে দেখতে পাওয়া যাচ্ছে টকটকে লাল রঙের বডিকন পোশাকে নিজেকে মেলে ধরেছেন দর্শকদের সামনে। অভিনেত্রীর পরনে যে পোশাকটি রয়েছে সেটি পুরোটাই মিরর ওয়ার্কের ওপর তৈরী। পোশাকটিতে নোরা যথেষ্ট সাহসী ও আত্মবিশ্বাসী। প্রসঙ্গত বলা যায়, সদ্য ট্রেলার মুক্তিপ্রাপ্ত সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় অভিনেত্রীকে দেখা গেছে এক আইটেম গানে নাচ করতে।