অবিবাহিত মহিলাদেরও গর্ভপাত অনুমতি দিল সুপ্রিম কোর্ট

গর্ভপাত বিতর্কে দাঁড়ি টেনে দিল (Suprem Court) সুপ্রিম কোর্ট। গর্ভপাতের (abortiona)  অধিকার সব মহিলার জন্যই সমান। এ বিষয়ে বিবাহিত এবং অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা…

Supreme Court

গর্ভপাত বিতর্কে দাঁড়ি টেনে দিল (Suprem Court) সুপ্রিম কোর্ট। গর্ভপাতের (abortiona)  অধিকার সব মহিলার জন্যই সমান। এ বিষয়ে বিবাহিত এবং অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম রায় কোনও মহিলা বিবাহিত কিনা তার বিচারে ওই মহিলার গর্ভপাতের অধিকার নির্ভর করে না। বিবাহিত মহিলাদের মতো অবিবাহিত মহিলাদেরও গর্ভাবস্থার ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করার অধিকার থাকা উচিত।

সুপ্রিম কোর্টের রায় অবাঞ্ছিত গর্ভাবস্থা থেকে মুক্তি পাওয়া থেকে কোনও অবিবাহিত মহিলাকে বঞ্চিত করা তাঁর মৌলিক অধিকার হরণের সমান।

সুপ্রিম কোর্টের রায়ের ফলে দেশে গর্ভপাত সংখ্যা হু হু করে বাড়তে চলল। তবে বিশেষজ্ঞরা বলছেন, বহু মহিলা গোপনে গর্ভপাত করান। তাঁদের পরিস্থিতির সুযোগ নেয় বিভিন্ন অসাধু পলি ক্লিনিক। তাদের দৌরাত্মে কিছুটা লাগান পরাবে এই রায়।

সুপ্রিম কোর্টের রায়ের পর যে কোনও মহিলা সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেখানে উপযুক্ত ব্যবস্থা আছে সেখানে গিয়ে নির্দিষ্ট সময়ে গর্ভপাত করাতে পারবেন।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা ও বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ এই যুগান্তকারী রায় দিল। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, একজন বিবাহিত মহিলাও যৌন হেনস্থার স্বীকার হতে পারেন। সম্মতি ছাড়াই স্বামী তাঁকে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করেতে পারে। এই বৈবাহিক ধর্ষণের পর যদি মহিলা গর্ভবতী হন তাহলে তিনি গর্ভপাত করাতে পারেন।দেশে বৈবাহিক ধর্ষণের কোনও আইন না থাকায় এই রায় বিশেষ আলোচিত হচ্ছে।