Ashish Vidyarthi: দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হানিমুনে মজেছেন আশিস বিদ্যার্থী

সম্প্রতি, ৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য কটাক্ষের মুখে পড়েন অভিনেতা আশিস বিদ্যার্থী। রীতিমতো শোরগোর পড়ে যায় চারিদিকে। সোশাল মিডিয়ায় চলতে থাকে ট্রোলিং। তবে কোনও ট্রোলকেই পাত্তা দেননি অভিনেতা। স্ত্রী রুপালী বড়ুয়ার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন। এবার নবদম্পতি মধুর সময় কাটাচ্ছেন হানিমুনে।

আশিস বিদ্যার্থী এবং তাঁর দ্বিতীয় স্ত্রী রুপালী বড়ুয়া তাঁদের ইনস্টাগ্রামে হানিমুনের ছবে পোস্ট করেছেন যা এই মুহূর্তে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে আশিস এবং রুপালী একটি বাসের ভিতর বসে আছেন। তবে ছবির ক্যাপশনে বা ছবি থেকে দেখে স্পষ্ট নয় নবদম্পতি কোথায় হানিমুনে গিয়েছেন।

   

আশিস বিদ্যার্থী প্রবলভাবে কটাক্ষের শিকার হন। ৫৭ বছর বয়সে বিয়ে করে নেটাগরিকদের একাংশের কটাক্ষ কুড়িয়েছেন। কলকাতার এক ক্লাবে গোপনে বিয়ে সারেন অভিনেতা। দ্বিতীয় বিয়ে ছাড়াও তার প্রথম স্ত্রী রাজোশির সঙ্গে বিচ্ছেদ নিয়েও তোলপাড় হয় গোটা নেটপাড়া।

২৫ মে অসম-কন্যা রুপালী বড়ুয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আশিস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন