সাতপাকে বাঁধা পড়লেন আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার আশীস বিদ্যার্থী বিয়ে করলেন ফ্যাশন ডিজাইনার রূপালী বরুয়ার সঙ্গে। রূপালী অসমের নিবাসী।
জানা গিয়েছে ছোট করে অনুষ্ঠান করে বিয়ে সারেন আশিস বিদ্যার্থী। বিয়েতে পরিবার এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।
বলিউডের বহু সিনেমায় কাজ করেছেন আশিস বিদ্যার্থী। ভিলেনের চরিত্রেই কাজ করেছেন বেশিরভাগ।
এর আগে আশিস বিদ্যার্থী রাজোশী বিদ্যার্থীকে বিয়ে করেন। রাজোশী বিদ্যার্থী একজন ভারতীয় অভিনেত্রী, গায়িকা এবং থিয়েটার আর্টিস্ট।