ওটিটিতে আসতে চলেছে নতুন সিরিজ (New series)। আসতে চলেছে সৌম এবং তানিকা অভিনীত “ইতি মেমোরিজ”। এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন সৌম মুখার্জী এর আগে হলি ফাঁকের মত সিরিজে অভিনয় করতে দেখা গেছে তিকে ।জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক এ এটি রিলিজ করতে চলেছে । আগামী মাসে সিরিজটি রিলিজ হতে চলেছে।
ইতিমধ্যেই সিরিজের সমস্ত রকম কাজ শেষ হয়ে গিয়েছে। সিরিজের প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিল্মস এন্ড ফ্রেন্ডস ।সমদর্শী দত্তের পরিচালিত এই সিরিজের এক ঝলক দেখেই বোঝা যায় নিছক প্রেমের গল্প নিয়ে আসতে চলেছে এই সিরিজ। টিভিতে সৌম্যর পাশাপাশি দেখা যাবে তানিকা বসুকে তিনি ও টলিউডের যথেষ্ট পরিচিত মুখ। জানা যাচ্ছে এই গল্প মোল্লার আর আরোহির।তাদের স্বার্থহীন ভালোবাসার।
সিরিজের পরিচালক সমাদর্শী টলিপাড়ার পরিচিত মুখ । এর আগে বিভিন্ন ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে যেমন “আমি আদু” , “হিং টিং ছট”। যদি এর আগেও তাকে পরিচালক রূপে দেখতে পেয়েছে দর্শক। প্রশংসা ও পেয়েছে সিরিজগুলি । এখন দেখার বিষয় বহুদিন বাদে আবার নতুন প্রজেক্টে কতখানি সাফল্যমন্ডিত হন তিনি।