বাংলার ‘দিল চাহতা হ্যায়’-তে চার ‘অলক্ষ্মী’!! আসছে Klikk-এর নতুন সিরিজ

কথায় বলে ‘লক্ষ্মীমন্ত মেয়ে’। কিন্তু এদিকে ইতিমধ্যেই চার ‘অলক্ষ্মী’-কে নিয়ে জয়দীপ বন্দ্যোপাধ্যায় পাড়ি দিয়েছেন গোয়ায়, কিন্তু তাঁরা কারা? ‘ক্লিক’-এর নতুন পোস্টারে দেখা মিলল সেই চার…

Klikk's new series Alakshmi

কথায় বলে ‘লক্ষ্মীমন্ত মেয়ে’। কিন্তু এদিকে ইতিমধ্যেই চার ‘অলক্ষ্মী’-কে নিয়ে জয়দীপ বন্দ্যোপাধ্যায় পাড়ি দিয়েছেন গোয়ায়, কিন্তু তাঁরা কারা? ‘ক্লিক’-এর নতুন পোস্টারে দেখা মিলল সেই চার ‘অলক্ষী’-র (Alakshmi)। তাঁরা হলেন প্রিয়াঙ্কা মন্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় ও আভেরি সিংহ রায়।

সিরিজের গল্প এগোবে তাদের ঘিরে। জানা যাচ্ছে, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে ‘অলক্ষ্মী’ বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল বেশ চর্চার বিষয়। আর পাঁচ জন বলিউড প্রেমীদের মত ওরাও ‘দিল চাহতা হ্যায়’ দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷

তবে শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রনিতা, হৈ এবং বর্ষা, পারবে কি এইসমস্ত সঙ্কট কাটিয়ে বেরিয়ে এসে তাদের বন্ধুত্বের রি ইউনিয়ন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? ডার্ক কমেডির মোড়কে নির্মিত ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ য় রয়েছে এইসবেরই উত্তর।

শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি তাদের বন্ধুত্ব উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? ‘ডার্ক কমেডি’র মোড়কে নির্মিত ‘অলক্ষ্মীজ ইন গোয়া’য় মিলবে সব প্রশ্নের উত্তর।

প্রসঙ্গত, এই সিরিজেই অভিনয় করার কথা ছিল ঐন্দ্রিলা শর্মার। কিন্তু অসুস্থতার জন্য এই সিরিজের কাজ শুরুই করতে পারেননি তিনি। সিরিজে অভিনয় করেছেন আরও অনেক কলাকুশলীরা। তাদের মধ্যে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়,সুদীপা বসু,দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা,দিলীপ ভারতী,সোমনাথ মণ্ডল,সুস্নাত ভট্টাচার্য।

পরিচালক জয়দীপ ব্যানার্জী এই সিরিজ প্রসঙ্গে জানালেন, “৫ বছর আগে ভাবা একটা গল্প, ২ বছর ধরে যেটা আমি বানানোর চেষ্টা করছি, সেই সুবাদে যতদিক দিয়ে যতরকম বাধা আসতে পারে, সেই সবই এসেছে.. এবং সমস্তটা পেরিয়ে সিরিজটা অবশেষে আগামী মাসে পর্দায় আসতে চলেছে। ফলে আমি আপাতত খুবই স্বস্তিতে এবং একইসাথে ভীষণ উত্তেজিত।”