কুনাল ঘোষের উপন্যাসে নায়িকা সোহিনী ! এবার অভিনয়ে তৃণমূল নেতা ?

রাজনীতিতে বিরোধীদের কড়া আক্রমণ শানান এবার ওয়েব সিরিজে তিনি।কথা বলছি কুণাল ঘোষের।অভিনয় নয়, তৃণমূল মুখপাত্রের লেখা থ্রিলার-উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘লহু’ নামের ওই ওয়েব সিরিজ।

কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ওয়েব সিরিজে, এক অন্তঃসত্ত্বা মাওবাদী নেত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে। ওয়েব সিরিজে সোহিনীর বিপরীতে জুটি বাঁধবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নিজের এক্স হ্যান্ডলেও এই খবর শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

   

বাম জমানার শেষ দিকে রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাস, একের পর এক খুন, অপহরণ আতঙ্কের দিনের কথা লেখকের দৃষ্টিতে ধরা হয়েছে। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষও আগুন ঝরানো সেই সময়কে কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। আর সেই মাওবাদীর সূত্র ধরেই রহস্যের জাল বুনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের ‘পথ হারাবো বলেই’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। ১৮ নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। কলকাতা ছাড়াও শিলিংয়ের নানা জায়গায় চলবে শ্যুটিং।

জঙ্গলের আস্তানা ছে়ড়ে নদিয়া জেলার একটি শহরে আশ্রয় নিয়েছে এক মাওবাদী নেত্রী। ছদ্ম পরিচয়ে থাকা সেই মাওবাদী নেত্রীকে ধরতে স্পেশাল ব্রাঞ্চের এক অফিসারকে লাগিয়েছে পুলিশ। কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। এভাবেই এপার বাংলার মাওবাদী কেন্দ্রিক গল্প তৈরি হতে চলেছে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে।

‘কিশমিশ’, ‘দিলখুশ’-এর মতো সিনেমার পরিচালক রাহুল মুখোপাধ্যায়। একটি নির্দিষ্ট সময়কালের প্রেক্ষাপটে তৈরি হবে এই গল্প। রহস্যে মোড়া এই সিরিজ দেখতে শুরু করলে শেষ না করে ওঠা যাবেনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন