World Cup 2023: ভারতের সেমিফাইনাল শুরু হওয়ার আগেই সব ছেঁটে ফেলা হল!

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার আজকের সেমিফাইনালে (World Cup 2023) ধীর গতির পিচ দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট বিসিসিআইয়ের কিউরেটরকে পিচ থেকে ঘাস সরানোর নির্দেশ দিয়েছে…

India vs. New Zealand Semifinal

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার আজকের সেমিফাইনালে (World Cup 2023) ধীর গতির পিচ দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট বিসিসিআইয়ের কিউরেটরকে পিচ থেকে ঘাস সরানোর নির্দেশ দিয়েছে বলে শোনা যাচ্ছে।  নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল ম্যাচে জয়ের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামের কিউরেটরকে নিজেদের অগ্রাধিকারের কথা জানিয়েছিল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। চলতি বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করা দলটি জিতেছে ৩টি ম্যাচ। সন্ধ্যায় ফাস্ট বোলাররা প্রথম ২০ ওভারে অনেক সাহায্য পেয়েছেন। প্রথম ইনিংসের গড় স্কোর ৩৫০ রানের বেশি।

বিসিসিআইয়ের কিউরেটররা বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ভেন্যুর পিচ তদারকির জন্য একটি দল গঠন করেছেন। প্রতিটি ভেন্যুতে ম্যাচের জন্য বিশেষজ্ঞও পাঠিয়েছে আইসিসি। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, টিম ইন্ডিয়া মুম্বই পৌঁছানোর আগেই কিউরেটরদের ধীর গতির ট্র্যাক তৈরির বার্তা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে দাবি, উইকেট খুব একটা টার্ন নেবে না, তবে দলটি ধীর গতির পিচের দাবি জানিয়েছিল। এ কারণে মাঠ থেকে ঘাস সরিয়ে ফেলা হয়েছে।

টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় মঙ্গলবার পিচটি দেখেছেন। এরপর টিম ম্যানেজমেন্ট গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলে জানতে চায়, অনুশীলন করার পর মাঠে শিশির বিরোধী রাসায়নিক লাগানো হবে কি না। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ওয়াংখেড়েতে চেজ করা কঠিন প্রমাণিত হয়েছে। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রোহিত শর্মাজানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই মাঠে খেলছেন তিনি। এমন পরিস্থিতিতে এখানে টস গুরুত্বপূর্ণ হবে না।