Intercity Express: মালদা-হাওড়া ইন্টারসিটিতে আগুন আতঙ্ক

বীরভূমে চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক। এদিন সকালে হাওড়ার দিকে আসছিল মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের D-3 কামরা থেকে ধোঁয়া বেরোতে…

বীরভূমে চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক। এদিন সকালে হাওড়ার দিকে আসছিল মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আমোদপুর স্টেশনে ঢোকার মুখে হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের D-3 কামরা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি থামানো হয় ট্রেন। মিনিট পনেরো দাঁড়িয়েছিল সেখানে। দ্রুত মেরামতির পর ট্রেনটি ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয়। ব্রেক শু থেকে ধোঁয়া বেরোচ্ছিল বলে রেল কর্তৃপক্ষের দাবি। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এদিন ভোরে উত্তরবঙ্গের মালদা টাউন স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে আসে ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটি বীরভূমের আহমেদপুর স্টেশনে আসার পর চাকা থেকে আগুন বেরোচ্ছে দেখতে পান কয়েকজন যাত্রী। খবর পেয়ে আহমেদপুর স্টেশনের রেল কর্মীরা পরীক্ষা করেন। ততক্ষণে আহমেদপুর স্টেশনে ছড়িয়েছে যাত্রী ক্ষোভ ও আতঙ্ক। ঘন ঘন দুর্ঘটনায় রেল যাত্রী সুরক্ষা নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ|

   

মালদা হাওড়া ইন্টারসিটি উত্তর ও দক্ষিণ বঙ্গের সাথে কলকাতা পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন। এই ট্রেনের যাত্রী ভিড় থাকে অনেক বেশি। ট্রেনের চাকায় আগুন থেকে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে চলেছিলেন যাত্রীরা।

ট্রেনের চাকায় আগুন দেখেই আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় রেল কর্মীকে। রেল কর্মীরা এসে দেখেন যান্ত্রিক ত্রুটি রয়েছে। এই আতঙ্কে নাজেহাল হলেন যাত্রীরা। একজন যাত্রীর কথায় “হঠাৎ আগুন দেখা গেছে ভয় পেয়ে গেছি তখন গার্ডকে জানানো হয় পুলিশকে জানানো হয়।”