Khufiya: ‘র’ গুপ্তচরের কাহিনীতে বলিউডে বাংলাদেশি বাঁধন বন্দনা

পর্দায় সবমিলিয়ে তাকে দেখা গিয়েছে মিনিট পনেরো মত। কিন্তু যতক্ষণ পর্দায় ছিলেন নজর কেড়েছেন। বলিউডে দুরন্ত অভিষেক হলো বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। ওটিটি প্ল্যাটফর্ম…

পর্দায় সবমিলিয়ে তাকে দেখা গিয়েছে মিনিট পনেরো মত। কিন্তু যতক্ষণ পর্দায় ছিলেন নজর কেড়েছেন। বলিউডে দুরন্ত অভিষেক হলো বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এ মুক্তি পাওয়া ‘খুফিয়া’য় তার চরিত্র বেশ প্রশংসা পাচ্ছে।

বিচিত্র ঘরণার সিনেমা নির্মাণে পারদর্শী বিশাল ভরদ্বাজ উপহার দিয়েছেন একটা টানটান উত্তেজনাময় স্পাই থ্রিলার সিনেমার।এই সিনেমায় গুরুত্বপূর্ণ সব চরিত্রে রয়েছেন তাবু, আলি ফজল, আশীষ বিদ্যার্থীর মতো তারকারা।

প্রাক্তন ‘র’ কর্মকর্তা অমর ভূষণের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই খুফিয়া’র প্লটের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ। আর বাঁধনের চরিত্র অনেকটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। বাঁধন অভিনীত হিনা রহমানের চরিত্রটি তাবু অভিনীত কৃষ্ণা মেহেরার চরিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাবুর মত একজন অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার চ্যালেঞ্জে খুব ভালোভাবে উতরে গিয়েছেন বাঁধন। সিনেমায় তার চরিত্র যেমন সাহসী তেমনই যৌন আবেদনময়ী। পর্দায় তার উপস্থিতি খুবই জোরালো। তিন নারী চরিত্রের মধ্যে কম গুরুত্ব পেলেও বাঁধনকে ছাড়া এই সিনেমা কল্পনা করা যাবে না। তার চরিত্র যেমন শক্তিশালী তেমনি রহস্যে ঘেরা ও আবেদনময়ী।

স্পাই থ্রিলার ঘরানার তথাকথিত যৌন আবেদনের রসদ নিয়ে পর্দায় হাজির হলেও বাঁধন সেই চরিত্রকে দিয়েছে পূর্ণতা। পর্দাতে তার উপস্থিতি যেন চোখের জন্যও স্বস্তি। ভারত ও বাংলাদেশে ‘খুফিয়া’ নিয়ে মানুষের উন্মাদনা দেখে অভিভূত বাঁধন নিজেই। তিনি লেখেন, অল্প সময়েই দেশের এবং ভারতের এতো মানুষের ফোন, এসএমএস, ফেসবুকে লেখালেখি দেখছি তাতে সত্যিই অবাক হয়েছি।