Kartik Aaryan: দ্বিতীয় বার করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান

Kartik Aaryan

দেশে বেশ কিছুটা কম করোনার (Corona virus) দাপট। কিন্তু তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে করোনা সংক্রমনের খবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ভুল ভুলাইয়া ২। বলিউডে কোনও গডফাদার না থাকার পরও তিনি যেভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন, তা উল্লেখযোগ্য। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো।

ফের করোনায় আক্রান্ত হলেন কার্তিক আরিয়ান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে অসুস্থতার কথা জানালেন। প্রিয় তারকার করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তাঁরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন। এই নিয়ে দ্বিতীয় বার করো না আক্রান্ত হলেন অভিনেতা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘ভুলভুলাইয়া টু’ ছবির ‘তেরি আঁখে ভুলভুলাইয়া’ গানের একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছু এতটাই পজেটিভ’ চলছে যে কোভিডও আর থাকতে পারল না।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন