Kanchan Sreemoyee: ‘সরস্বতী পুজোর আগের দিন আমার নাইট শুটিং ছিল। সারা রাত জেগেছি। মনটা খুব খারাপ ছিল। রোজ় ডে, চকোলেট ডে… কত কিছু হচ্ছে, আমি কিছুই পাচ্ছি না। ওকে বলতে পাত্ওতা দিল না। পছন্দ করে না জানিয়েই দিল। আমায় বলেছিল, সরস্বতী পুজোর দিন দুপুরে ওর বাড়িতে যেতে, একটা গেট টুগেদার আছে। গিয়ে দেখি ভিতরের সব ঘর বন্ধ। ওকে ফোন করতেই বলল, ‘এসেছ তো আমি কী করব? বসে থাকো’। এত খারাপ ব্যবহার! আমি নাইট শুটিং করে এসেছি। তা-ও এরকম করছে! এত খারাপ ব্যবহার খুব খারাপ লাগে। ভেবেছিলাম, ধুর আমি বেরিয়েই যাব। হঠাৎ দেখি সব আত্মীয়রা ঢুকতে শুরু করেছে। আমার বাবা-মা, ওর দাদা-বৌদি। কিছুই বুঝতে পারছিলাম না। দেখি বন্ধ ঘরগুলো ফুল, বেলুন দিয়ে সাজানো। হঠাৎ কাঞ্চন হাতে গোলাপ নিয়ে হাঁটুগেড়ে আমার সামনে বসে পড়ল। আমাকে ডবল চমকে দিয়ে বলল, ‘উইল ইউ ম্যারি মি’?
আইনি বিয়ের আগের মুহূর্তে কাঞ্চন-শ্রীময়ী। প্রতিটি মুহূর্ত এদিন শব্দে আঁকলেন শ্রীময়ী। আরও বললেন, “তখন কিন্তু কিছুই ছিল না। দু’তরফের সঙ্গেই ভাল সম্পর্ক ছিল। হঠাৎ করেই সেই যে প্রেস-মিডিয়া হল দু’ বছর আগে, বাবা-মা’র কাছেও নানা খবর আসতে থাকে। আমায় একদিন জিজ্ঞাস করেই ফেললেন ওঁরা, ‘কী রে? তোদের মধ্যে কি সত্যিই ভালবাসা আছে? আমায় বল তো? এটা করিস না। একটা সংসার ভেঙে যাচ্ছে। অভিশাপ কুড়োচ্ছিস।’ মা’কে সে দিন একটা কথাই বলেছিলাম, ‘যদি সত্যিই সংসার আমার কারণে ভাঙে, তাহলে মাঝের এই দশটা বছর কেন নষ্ট করলাম? তখনই তো বলতে পারতাম, যে আমি তোমায় ভালবাসি। তা তো করিনি।” এটা কোন সময়ের কথা বললেন নায়িকা (Kanchan Sreemoyee)?
আসলে প্রেম বিয়ের গুঞ্জনের মাঝেই জল্পনা বলছিল কাঞ্চনের শ্রীময়ীর জন্যই নাকি সংসার ভেঙেছে পিঙ্কির। এক সাক্ষাৎকারে পিঙ্কি বলেছিলেন, ‘আগে কোনও সাক্ষাৎকারে বলিনি, নাম শুনলে চমকে যাবেন, এমন অনেক বর্ষীয়ান অভিনেতা আছেন যারা আমাকে ফোন করে এক কথা বলেছে, আর কাঞ্চনকে ফোন করে আরেক কথা।’ অভিনেত্রী আরও বলেছিলেন যে, শ্রীময়ীর জন্যই তাঁর ডিভোর্স হয়েছে। এদিন এই সমস্ত কথা স্মরণ করেই এক শোয়ে কাঞ্চনের সঙ্গে তাঁর প্রথম দেখার গল্প বললেন নায়িকা।