Jaba: দু’বছর পর আবারও ছোটপর্দায় আসতে চলেছে জবা

jaba bengali serial

আবার দু’বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছে সকলের প্রিয় জবা (Jaba)। পল্লবী শর্মা ওরফে জবা ছিল ধারাবাহিক প্রেমীদের অন্যতম এক প্রিয় চরিত্র। এই চরিত্র দীর্ঘ চার বছর ভালোবাসা পাওয়ার পর আবারো দু’বছর পর আসতে চলেছে ধারাবাহিক জগতে।

ইতিমধ্যেই জি বাংলার একটি নতুন ধারাবাহিকের প্রমো দেখতে পাওয়া যাচ্ছে। ধারাবাহিকের নাম নিম ফুলের মধু। এই ধারাবাহিকে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন পল্লবী শর্মা ও রুবেল দাস। ধারাবাহিকের প্রমো দেখে বোঝা যাচ্ছে যে, যৌথ পরিবারের ঘরোয়া পরিবেশে গিয়ে এই অভিনেত্রী কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে সেই পরিবারের অন্যতম সদস্য কীভাবে হয়ে উঠতে পারে তা নিয়েই এই ধারাবাহিকের গল্পটি শুরু হবে।

   

স্টার জলসা কে আপন কে পর নামক ধারাবাহিকটি দীর্ঘ চার বছর চলার পর অভিনেত্রী একটু বিরতি নিতে চেয়েছিলেন। চেয়েছিলেন একটু নিজের মতো করে সময় কাটাতে। তাই তিনি দুবছরের বিরতি নিয়ে আবারো ছোটবেলায় ফিরে আসতে চলেছে। ইতিমধ্যেই আসন্ন জি বাংলার এই ধারাবাহিক প্রমো সকলের বেশ পছন্দ হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন