সাম্প্রতিক সময়ে টিভির উপর থেকে বোকা বাক্সের তকমা কেটে গিয়েছে কারণ বর্তমান প্রজন্মের টিভি মানে শুধুমাত্র কেবল অপারেটরের ইচ্ছেমতো চ্যানেল লেখা নয়। নতুন প্রজন্মের টিভিতে অনলাইন মাধ্যমে আপনি নিজের ইচ্ছেমতো যে কোন চ্যানেল দেখে নিতে পারেন। আর এই সমস্ত টিভিকে বর্তমানে নাম দেওয়া হয়েছে স্মার্ট টিভি (Smart TV)।
যার মাধ্যমে আপনি অনলাইন ব্রাউজিং থেকে শুরু করে ফেসবুক এমনকি ইউটিউব ও ওটিপি প্ল্যাটফর্ম সহজে দেখতে পারেন। ইদানিং বাজারে বিভিন্ন নামি দামি সংস্থার স্মার্ট টিভি রয়েছে। মধ্যবিত্ত বাড়ির বরাবরই ইচ্ছে থাকে বাড়িতে একটি নতুন টিভি আনার, তবে দামের কথা ভেবে অনেকেই পিছিয়ে যান। কিন্তু এবার ভারতের অন্যতম ই-কমার্স সাইট ফ্লিপকার্ট মাত্র ৮,৪৯৯ টাকা আপনাকে দিচ্ছে একটি নতুন এলইডি স্মার্ট টিভি।
ভারতীয় টিভির বাজারে LG খুবই পুরনো এবং বিশ্বস্ত কোম্পানী। যে সময় samsung কিংবা Sony-র মতো সংস্থা ভারতীয় বাজারে আসেনি সেই সময় থেকেই ভারতীয় বাজার দখল করে রেখেছে LG। আর এবার এই সংস্থায় মাত্র ৮,৪৯৯ টাকা তেই আপনাকে দিচ্ছে ৩২ ইঞ্চির স্মার্ট এলইডি টিভি। যদিও অফলাইনে এর বাজার মূল্য ২১ হাজার টাকার উপরে।
কিন্তু flipkart এর পক্ষ থেকে আপনি যদি এই টিভিটি কিনতে চান, তাহলে একদম জলের দরে আপনি পেতে পারেন স্মার্ট টিভি। প্রথমত টিভির বাজার মূল্যের উপরে ৩৬ শতাংশ ছাড় দিচ্ছে সংস্থা। এখানেই শেষ নয়, আপনার যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে বাড়তি ছাড় পাবেন আপনি। তাছাড়া আপনার যদি পুরনো এলইডি স্মার্ট টিভি থাকে তাহলে সে ক্ষেত্রে একটা ভালো পরিমাণ ছাড় দিচ্ছে সংস্থা। সবমিলিয়ে ন্যূনতম মূল্যে আপনি আজই অর্ডার করতে পারেন LG ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।