Jhargram: অভিষেক মুর্দাবাদ বলেই মন্ত্রী বীরবাহার গাড়িতে হামলা কু়ড়মিদের

এর আগে অশালীন মন্তব্য করার অভিযোগে কুড়মিদের তরফে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হামলা হয়েছে।

106
kurmi protest, Birbaha Hansda

কুড়মি বিক্ষোভের রোষে এবার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। বিক্ষোভের কারণ তৃণমূল সাধারণ সম্পাদকের করা মন্তব্য ‘কুড়মিরা শাসক তৃণমূলকে ভোট দেয় না।’এর জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কনভয় আটকে মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল ঝাড়গ্রামের (Jhargram) নারায়ণপুর। পরস্থিতি এতটাই গরম যে খোদ মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) আক্রাম্ত হলেন।

মন্ত্রী বীরবাহার গাড়িতে লাঠি মেরে, পাথর ছুঁড়ে হামলায় অভিযুক্ত বিক্ষোভকারী কুড়মিরা। এর জেরে ঝাড়গ্রাম সহ পুরো রাজ্য সরগরম। কারণ, এর আগে নবজোয়ার কর্মসূচিতে বিস্তর বিশৃঙ্খলা ও মারামারি হলেও সবই ছিল তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্ব। আর ঝাড়গ্রামে হলো কুড়মিদের হামলা। পরিস্থিতি এমনই যে ঝাড়গ্রাম জেলা পুলিশ অসহায়। বিক্ষোভকারী হাজার হাজার কুড়মিদের ঠেকাতে অপারক পুলিশ।

জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রাম সফর শেষে পশ্চিম মেদিনীপুরে যাচ্ছিলেন। সেই সময় ৫ নম্বর জাতীয় সড়কের উপর নারায়ণপুরে প্রবল কুড়মি বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েন তিনি। অভিষেকের কনভয়েই পৃথক গাড়িতে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে কুড়মি বিক্ষোভ। শুরু হয় মন্ত্রীর গাড়িতে লাঠি মারা। হামলার মুখে মন্ত্রী বীরবাহার সাথে থাকা কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতাও কুড়মিদের হাতে মার খেয়েছেন বলে জানা যাচ্ছে।

বিক্ষোভকারী কুড়মিদের অভিযোগ, নবজোয়ার কর্মসূচিতে বাঁকুড়া সফরের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুড়মিরা তৃণমূলকে ভোট দেয় না। তারা ভোট দিলে পুরুলিয়ায় দু় লক্ষের বেশি ভোটে হারত না তৃণমূল। এই মন্তব্যের জেরে ক্ষুব্ধ কুড়মি সমাজ। এদিন ঝাড়গ্রামে তারা অভিষেকের কনভয় আটকে দেন। কনভয় থেকে নিজের নামে মুর্দাবাদ স্লোগান শুনলেন অভিষেক। কুড়মি সম্প্রদায়ের অভিযোগ, তাদের নিয়ে অভিষেকের মন্তব্য প্রত্যাহার করতে হবে। এর আগে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের অশালীন মন্তব্য নিয়ে প্রবল কুড়মি বিক্ষোভ হয়েছে। খড়্গপুরে আক্রান্ত হয় দিলীপ ঘোষের বাড়ি।

পঞ্চায়েত ভোট উপলক্ষ্যে জনসংযোগের জন্য উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে তৃণমূস কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি। একের পর এক জেলায় নবজোয়ার সভায় তীব্র বিশৃঙ্খলা ও দলীয় প্রার্থী বাছাই করার জন্য গণভোট লুঠের ঘটনা ঘটেছে। দক্ষিণবঙ্গে নবজোয়ার কর্মসুচি বিরাট সফল বলে দাবি করেছে তৃ়ণমূল কংগ্রেস।

তৃ়নমূল দাবি করছে,নবজোয়ার যাত্রা নিয়ে অভিষেক এখন জঙ্গলমহলে। তাঁর জনসংযোগ যাত্রায় ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। শুক্রবার ঝাড়গ্রাম জেলার বিনপুরে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।