Grammy 2022: অস্কারের পর গ্র্যামি, ইন মেমোরিয়াম বিভাগে স্মরণ করা হল না লতা মঙ্গেশকরকে

অস্কারের পর এবার গ্র্যামি। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেরও ইন মেমোরিয়াম বিভাগ থেকে বাদ গেলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ইন মেমোরিয়াম বিভাগে তাঁর নাম না থাকায় প্রতিবাদের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল গ্র্যামিতেও। লতা মঙ্গেশকরের পাশাপাশি ই মেমোরিয়াম বিভাগ থেকে বাদ পড়েছে বাপ্পি লাহিড়ির নামও।

Advertisements

২০২২ গ্র্যামিস ইন মেমোরিয়াম বিভাগে সিনথিয়া এরিভো, লেসলি ওডম জুনিয়র, বেন প্ল্যাট এবং ব়্যাচেল জেগলার দ্বারা পরিবেশিত প্রয়াত ব্রডওয়ে সুরকার স্টিফেন সন্ডহেমের গানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। টেলর হকিন্স এবং টম পার্কারকেও স্মরণ করা হয়। লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়িকে অনুষ্ঠানে স্মরণ না করা হলেও গ্র্যামির ওয়েবসাইটে তাঁদের নাম উল্লেখ করা হয়।

Advertisements

এর আগে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের অনুষ্ঠানে লতা মঙ্গেশকর ও দিলীপ কুমারের উল্লেখ করেনি। তাঁরা দুজনেই ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিলেন। এর ফলে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়। এর আগে, একাডেমি তার ইন মেমোরিয়াম বিভাগে ইরফান খান, ভানু আথাইয়া, সুশান্ত সিং রাজপুত এবং ঋষি কাপুরকে স্মরণ করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই লতা মঙ্গেশকর ও দিলীপ কুমারের নাম বাদ থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন অনুরাগীরা।