Oscar Awards: ভারতীয় শর্ট ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’ ইতিহাস গড়ে অস্কার জয়

44
indian-movie-the-elephant-whisperers-got-oscar-2023
Advertisements

অস্কার ২০২৩ (Oscar Awards) ভারতীয়দের জন্য নতুন সুখবর নিয়ে এসেছে। ভারতের শর্ট ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’ সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের পুরস্কার পেয়েছে।

সোমবার সকাল থেকেই সবার চোখ ৯৫তম অস্কার পুরস্কার অনুষ্ঠানের দিকে। একের পর এক বিজয়ীদের নাম বেরিয়ে আসছে। সেই সময়ে সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য ভারতীয় ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’-এর নাম ঘোষণা করা হলে প্রত্যেক ভারতীয় আনন্দে লাফিয়ে উঠল। ভারতের ঝুলিতে এসেছে প্রথম অস্কার পুরস্কার। এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস।

Advertisements

মানুষ এবং পশু মধ্যে ভালবাসা বিশেষ
‘দ্য এলিফ্যান্ট হুইস্পার্স’ ৮ডিসেম্বর ২০২২-এ মুক্তি পায়। এই ৩৯ মিনিটের ভারতীয় আমেরিকান শট ডকুমেন্টারি ফিল্মটি একটি দম্পতি তাদের বাচ্চা হাতির সাথে বন্ধনের গল্প। এটি পরিচালনা করেছেন গুনীত মঙ্গা ও অচিন জৈন। জানিয়ে রাখি যে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এই ডকু-ড্রামা দেখেছিলেন এবং এর অনেক প্রশংসা করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘একটি আবেগে ভরা কাণ্ড। সম্প্রতি আমার দেখা হৃদয় ছুঁয়ে যাওয়া তথ্যচিত্রগুলোর একটি। আমি এটা পছন্দ করেছি। এই চমৎকার গল্পটিকে জীবন্ত করে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Advertisements
Advertisements