Freedom At Midnight: নেহেরু না প্যাটেল? কাকে বেছেছিলেন গান্ধীজি?

মঙ্গলবার মুক্তি পেল সোনি লিভ -এর আসন্ন সিরিজ, ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ (Freedom At Midnight)-এর প্রথম প্রোমো। চ্যানেলের দ্বারা শেয়ার করা ছোট ভিডিওটি মধ্যরাতের ভারতের স্বাধীনতা…

মঙ্গলবার মুক্তি পেল সোনি লিভ -এর আসন্ন সিরিজ, ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ (Freedom At Midnight)-এর প্রথম প্রোমো। চ্যানেলের দ্বারা শেয়ার করা ছোট ভিডিওটি মধ্যরাতের ভারতের স্বাধীনতা পাওয়ার আগের সত্য ঘটনা গুলিকে তুলে ধরার প্রতিশ্রুতি দেয়।

এই প্রমোর শুরুতে দেখা যায় কংগ্রেসের সভাপতি (Congress President) নির্বাচন। মওলানা আবুল কালাম আজাদ (Maulana Abul Kalam Azad) জানান যে নির্বাচন শেষ হয়েছে এবং কংগ্রেসের সদস্যরা সবাই মত্দান করেছেন। আবুল কালাম আজাদ (Maulana Abul Kalam Azad) জানান যে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ কারণ যিনি কংগ্রেসের সভাপতি হবেন তিনি হবেন স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী। এরপরে ঘরে প্রবেশ করেন গান্ধীজি (Mahatma Gandhi)। আবুল কালাম জানান যে কংগ্রেস মেম্বাররা সর্দার প্যাটেলকে (Sardar Patel) বেছেছেন। নেহরু (Jawaharlal Nehru) অভিনন্দন জানান প্যাটেলকে।

   

এরপর গান্ধীজি (Mahatma Gandhi) বলেন, “তহবিল সংগ্রহন হোক বা দলের বার্তা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়া, অথবা ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রত্যেক দায়িত্বই খুব ভালো ভাবে সামলেছেন প্যাটেল (Sardar Patel)। এই দলের এবং আমাদের সবার প্যাটেলকে (Sardar Patel) দরকার তবে দেশের প্রয়োজন নেহরুকে (Jawaharlal Nehru)। ” এই বলে তিনি প্যাটেলের (Sardar Patel) হাতে মনোনয়ন প্রত্যাহারের পত্র (Withdrawal Letter) ধরিয়ে দেন। হতবাক হয়ে যান নেহেরু। এই সিদ্ধান্ত মানতে পারেন না আবুল কলম। তবে গান্ধীজির সিদ্ধান্তের প্রতিবাদ করেননি কেউই।

আমেরিকায় অস্ত্রোপচার করাবেন শাহরুখ খান, ঠিক কী হয়েছে তাঁর?

এই ভিডিওটি তাদের সোশাল মিডিয়াতে পোস্ট করে সোনি লাইভ লিখেছে, “যে ইতিহাস আপনারা হয়তো জানেন না সেই ইতিহাস আপনাদের জানা উচিত। ডমিনিক ল্যাপিয়ের এবং ল্যারি কলিন্সের পুরস্কার বিজয়ী বইয়ের উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতার গল্প ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ এর প্রথম প্রোমো প্রকাশ করা হল। “

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sony LIV (@sonylivindia)

সিরিজটিতে জওহরলাল নেহেরুর চরিত্রে সিদ্ধান্ত গুপ্ত, মহাত্মা গান্ধী চরিত্রে চিরাগ ভোহরা, সর্দার বল্লভভাই প্যাটেলের চরিত্রে রাজেন্দ্র চাওলা, মোহাম্মদ আলী জিন্নাহর চরিত্রে আরিফ জাকারিয়া, ফাতিমা জিন্নাহর চরিত্রে ইরা দুবে, সরোজিনী নাইডুর চরিত্রে মালিশকা মেন্ডনসা, রাজেশ কুমার লিমিটেড সহ দুর্দান্ত কলাকুশলীরা । আলি খান, ভিপি চরিত্রে কেসি শঙ্কর মেনন, লর্ড লুই মাউন্টব্যাটেনের চরিত্রে লুক ম্যাকগিবনি, লেডি এডউইনা মাউন্টব্যাটেনের চরিত্রে কর্ডেলিয়া বুগেজা, আর্কিবল্ড ওয়াভেলের চরিত্রে অ্যালিস্টার ফিনলে, ক্লিমেন্ট অ্যাটলি চরিত্রে অ্যান্ড্রু কুলাম, সিরিল র‌্যাডক্লিফের ভূমিকায় রয়েছেন রিচার্ড টেভারসন।

সোনি লাইভে শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজটি। এই সিরিজটির প্রযোজনা করেছে ষ্টুডিও নেক্সট এবং এম্মায় এন্টারটেইনমেন্ট। নিখিল আদবানি এই সিরিজটির পরিচালনা করেছেন। এই সিরিজের গল্প লিখেছেন অভিনন্দন গুপ্ত, অদ্বিতিয়া কারেং দাস, গুণদীপ কৌর, দিব্যা নিধি শর্মা, রেভান্ত সারাভাই এবং ইথান টেলর।