আচমকা বাড়ি বিক্রি করে দিলেন সোনু নিগম (Sonu Nigam)! জানা গিয়েছে তিনি মুম্বইয়ের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। যার বাজারমূল্য ৭ কোটি টাকা। নিজের এক বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করে দিলেন গায়ক সোনু নিগম। মুম্বইয়ের পশ্চিম আন্ধেরি এলাকায় অবস্থিত ২১৩১ বর্গফুট এই জায়গার প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ টাকা। রয়েছে দু’টি গাড়ি পার্কিংও। প্রায় ৭ কোটি টাকায় এই সম্পত্তি বিক্রি করে দিলেন সোনু।
সংসদে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে ডাকতেই রেগে গেলেন জয়া, বললেন…
২০২৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে নিগম পরিবার বেশ কিছু সম্পত্তির কেনা বেচা করেছে। কিছু কেনা হয়েছে সোনুর নামে, কিছু কেনা হয়েছে গায়কের বাবার নামে। ২০২৪ সালের ২৮ জুন সোনুর নিজের এই বাণিজ্যিক সম্পত্তিটি বিক্রির জন্য দলিল নথিভুক্ত করেন। যদিও ই-মেল পাঠানো হয়েছে বাবা আগম কুমার নিগমকে। কারণ নথিতে দেখা গিয়েছে, চলতি বছরের গোড়ায় সোনু নিগমের বাবা ১২ কোটি টাকায় মুম্বইয়ে একটি সম্পত্তি কিনেছিলেন।
শুনশান টালিগঞ্জের স্টুডিওপাড়া, বন্ধ সিনেমা এবং সিরিয়ালের শুটিং, কবে কাটবে অচলাবস্থা ?
সোনু নিগমের বাবা আগমকুমার নিগম মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে সোনু আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকা জুড়ে ১১.৩৭ কোটি টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।