Dev: ‘আমার পিঠেও ছু্রি মারা হয়েছিল’

Dev: রাস্তায় অগণিত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। অভিযোগও করছেন অনেকে। কোথাও আমি দেরিতে পৌঁছলে ওঁদের দেখে নিজেরই খারাপ লাগছে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে…

Dev

Dev: রাস্তায় অগণিত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। অভিযোগও করছেন অনেকে। কোথাও আমি দেরিতে পৌঁছলে ওঁদের দেখে নিজেরই খারাপ লাগছে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেখার পর মানুষের মুখে হাসি দেখে এগিয়ে চলার শক্তি পাচ্ছি। মানুষের ভিড়ে ‘সুপারস্টার’ নন দেব, পাশের বাড়ির ছেলে। এত গরমে ঘাটালে নিয়মিত প্রচারে ব্যস্ত। এই গরমে প্রতিদিন কী খাওয়াদাওয়া করছেন দেব? বলেছেন, ‘খাওয়াদাওয়া নিয়ে তাঁর কোনও ছুতমার্গ নেই। ‘আমার এখন ফলের রস খাওয়ার সময় হয়ে গিয়েছে’ এ ধরনের কথা বলতে একদমই পছন্দ করেন না।

রাজনীতির পাশাপাশি অভিনয় জীবনেও নিজের জায়গা জমিয়ে রেখেছেন দেব। টলিউডে একের পর এক হিট ছবি দিয়ে নিজের জীবনে সাফল্য নিয়ে আসার পাশাপাশি নিজের জুনিয়রদের পাশেও দাঁড়িয়েছেন। যেমন অঙ্কুশের প্রথম প্রযোজনায় মির্জা রিলিজের আগে দেব অঙ্কুশের পাশে দাঁড়িয়েছিলেন। যশ ও নুসরাতের মেন্টাল রিলিজের সময়ও তিনি ছিলেন। এ প্রসঙ্গেই দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আমি প্রযোজনায় আসার পর অনেকেই আমার পিঠে ছুরি মেরেছিল! তাই নতুন কারও যন্ত্রণাটা আমি বুঝি। আমি আমার ছোটদের সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে দিতে চাই না।

   

প্রসঙ্গত, এই মুহূর্তে খাদান ও টেক্কার মতো সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। একের পর এক চ্যালেঞ্জ নিয়ে কাজ করার প্রসঙ্গে দেব বলেছেন, চ্যালেঞ্জ নিতে আমার ভাল লাগে। গত বছর ব্যোমকেশ বা ‘বাঘা যতীন’-এর ক্ষেত্রেও আমি সেটাই চেষ্টা করেছিলাম। একই জিনিস করতে গেলে আমার মধ্যেও একঘেয়েমি চলে আসবে।’