Shilpa Shetty: শিল্পার প্রায় ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, বিনোদন জগতের অনেক মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে আয়কর দপ্তর ও ইডি। এবার সামনে আসলো শিল্পা শেট্টির প্রসঙ্গ। বৃহস্পতিবারই বলিউড অভিনেত্রী…

Shilpa Shetty

শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, বিনোদন জগতের অনেক মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে আয়কর দপ্তর ও ইডি। এবার সামনে আসলো শিল্পা শেট্টির প্রসঙ্গ। বৃহস্পতিবারই বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) ৯৭.৭৯ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে মুম্বইয়ের জুহুতে শিল্পা শেট্টির নামে থাকা ফ্ল্যাটও রয়েছে।

জানা গিয়েছে, আর্থিক তছরুপ (প্রতিরোধ) আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-র অধীনে বিটকয়েন সংক্রান্ত প্রতারণা মামলায় শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার স্থাবর- অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও রাজেন্দ্র কুমারের বেশ কিছু শেয়ার বাজায়প্ত করা হয়েছে।

অভিযুক্তরা সাধারণ মানুষকে মাসে ১০ শতাংশ রিটার্নের টোপ দিয়ে বিটকয়েনে বিনিয়োগ করতে বলত। ২০১৭ সালেই এভাবে বাজার থেকে ৬৬০০ কোটি টাকা তুলেছিল অভিযুক্তরা। ক্রিপ্টো অ্যাসেটে রিটার্নের বদলে অভিযুক্তরা ওই টাকা নিজেদের অনলাইন ওয়ালেটে ঢুকিয়ে নেন। ইডির তদন্তে জানা গিয়েছে, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা অমিত ভরদ্বাজের কাছ থেতে ২৮৫টি বিটকয়েন পেয়েছিল। ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম তৈরি করার জন্যই রাজ কুন্দ্রা বিটকয়েনের মাধ্যমে এই টাকা পেয়েছিল।

রাজ কুন্দ্রার কাছে থাকা ওই ২৮৫টি বিটকয়েনের বর্তমান মূল্য ১৫০ কোটি টাকারও বেশি। ফলে তাদের সম্পত্তি বাজায়প্ত হলো। ভবিষ্যতে আরো বাজায়প্ত করা হবে, এমন ইঙ্গিত তারা দিছেন।