প্রকাশ্যে এলো দেব-অভিনীত ‘বাঘা যতীন’ ছবির পোস্টার

Baghajatin Dev

দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির পোস্টার মুক্তি পেল শুক্রবার। দেশজুড়ে ‘বাঘা যতীন’ মুক্তি পেতে চলেহে ২০ অক্টোবর, অর্থাৎ পুজোর সময়। ‘বাঘা যতীন’-এর নতুন পোস্টারে অভিনেতা দেবকে দেখা যাচ্ছে নতুন লুকে। জনপ্রিয় অভিনেতার মাথায় রয়েছে পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ। এছাড়াও ‘বাঘা যতীন’ চরিত্রে দেবের কাঁধে রয়েছে বন্দুক এবং পরদে খাকি পোশাক।

‘বাঘা যতীন’ ছবি মুক্তি পাবে প্যান ইন্ডিয়া। পোস্টারটি মুক্তি পেয়েছে তিনটি ভাষায় – বাংলা, হিন্দি এবং ইংরেজি। পোস্টারের ক্যাপশনে লেখা রয়েছে ‘শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক বয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট!‘ এক ছবি নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স।‘ এই ছবি মুক্তিযোদ্ধা বাঘাযতীনকে নিয়ে এবং দেশজুড়ে মুক্তি পাবে দুর্গাপুজোয়।

   

গত ১৫ অগাস্ট ঘোষণা করা হয় যে স্বাধীনতা সংরামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থৎ ‘বাঘা যতীন’ এর ভূমিকায় দেখা যাবে দেবকে। সেইদিনই ছবির লুক এবং টিজার প্রকাশ পায়। ‘বাঘাযতীন’ ছবির পরিচালনায় রয়েছেন অরুণ রায়।

দেবের নতুন লুকে মজেছেন তার ভক্তকূল। অপরদিকে দেবকে দেখা যাবে ব্যোমকেশ বক্সীর ভূমিকাতে তাঁর আগামী ছবি ‘ব্যোমকেশ ও দুর্গারহস্য’ ছবিতে। এই ছবি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন