Wednesday, November 29, 2023
HomeBharatPataliputra Politics: ১ টাকার বিধায়ক অজিত খুনে জড়িত পাপ্পুর জোট সমর্থন, বিপাকে...

Pataliputra Politics: ১ টাকার বিধায়ক অজিত খুনে জড়িত পাপ্পুর জোট সমর্থন, বিপাকে সিপিআইএম

পূর্ণিয়ার সিপিআইএম বিধায়ক ছিলেন অজিত সরকার। এক টাকা চাঁদা নিয়ে ভোটে লড়াই করতেন ও বারবার জয়ী হতেন।

Pataliputra Politics: ১ টাকার সিপিআইএম বিধায়ক অজিত সরকার খুনের মামলায় জেল খাটা পাপ্পু যাদবের তরফে এসেছে বিরোধী জোটের প্রতি সমর্থন। বিহারের প্রাক্তন বিধায়ক তথা জন অধিকার পার্টির (লোকতান্ত্রিক) প্রধান রাজেশরঞ্জন ওরফে পাপ্পু যাদব যদিও ডাক পায়নি বৈঠকে। তবে পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে বিরোধী জোটের বৈঠককে অকুণ্ঠ সমর্থন দিয়েছে পাপ্পু।

   

বহু আলোচিত অ-বিজেপি দলগুলির মহাজোট বৈঠক ঘিরে দেশ সরগরম। পাটনায় এই বৈঠকে একাধিক মুখ্যমন্ত্রী সামিল। একাধিক দলের শীর্ষ নেতারা সামিল। বৈঠকের আগেই বাহুবলী নেতা পাপ্পু যাদব বলেছেন,এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি জোট বৈঠক নয় ১৪০ কোটি দেশবাসীর আশা ভরসা বাঁচানো ও সংবিধান রক্ষার জন্য পদক্ষেপ।

বিহারের তথা দেশের বহুচর্চিত বাহুবলী নেতা পাপ্পু যাদব। ১৯৯৮ সালে পূর্নিয়ার সিপিআইএম বিধায়ক অজিত সরকারকে গুলি করে খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে পাপ্পু যাদবের জেলের সাজা হয়েছিল। পরে মুক্তি পায়। বিহারের রাজনীতিতে বরাবরই সক্রিয় ভূমিকা পাপ্পুর। একদা লালুপ্রসাদ যাদব ঘনিষ্ঠির পাপ্পু আরজেডি থেকে এখন জনঅধিকার পার্টির নেতা।

পাপ্পু যাদব সরাসরি বিরোধী জোটের বৈঠক সমর্থনে বার্তা দেওয়ায় তীব্র অস্বস্তিতে সিপিআইএম। কারণ দেশজোড়া আলোচিত অজিত সরকার খুনের আসামী হিসেবে জেলে ছিল পাপ্পু। পূর্ণিয়ার সিপিআইএম বিধায়ক ছিলেন অজিত সরকার। এক টাকা চাঁদা নিয়ে ভোটে লড়াই করতেন ও বারবার জয়ী হতেন তিনি। কৃষকদের জমি অধিকার আন্দোলনের নেতা অজিত সরকারকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছিল। ভয়াবহ সেই খুনের ঘটনায় তীব্র আলোড়ন পড়েছিল।

Latest News