মুম্বই: বিকিনি, রোম্যান্স, একাধিক চুমু, অনুরঙ্গ দৃশ্য, অবৈধপ্রেম-সব মিলিয়ে ‘গেহরাইয়াঁ’ পারদ চড়চ্ছে তরতর করে। সেই সঙ্গে চলছে নানা তর্ক-বিতক। ট্রেলারে একটু বেশি খোলামেলা, সেই সঙ্গে বোল্ড ইমেজে ধরা দিয়েছেন দীপিকা। নজরে পড়েছে নিন্দুকদের। তারপরই একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসছে নায়িকার দিকে।
সম্প্রতি ছবির প্রচারে গিয়ে দীপিকা অবান্তর প্রশ্নের সম্মুখীন হন। তাঁকে প্রশ্ন করা হয়, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করার আগে তিনি তাঁর স্বামী, অভিনেতা রণবীর সিংহের অনুমতি নিয়েছিলেন? উত্তরে দীপিকা জানান, ‘এই ধরনের প্রশ্নের কোনও মানে হয় না। আমরা দু’ জনেই অভিনেতা। অভিনয়ের ব্যাপারে আমরা দু’ জনেই খুব স্বাধীন। তাছাড়া গেহরাইয়াঁর ট্রেলার দেখে দারুণ উচ্ছ্বসিত রণবীর। আমাকে বলেছে, তোমার কেরিয়ারের সেরা ছবি এটা।’ একই সঙ্গে দীপি বলেন,এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াই উচিত নয়। মানুষ এ সব বলবেই। তাই জন্যই কোনও পোস্টের তলায় কী মন্তব্য পড়ল, তা দেখতে চাই না। আমি জানি, রণবীরও পড়ে না।’ তার পরেই তাঁর মুখ থেকে ঘেন্না মিশ্রিত বিরক্তির প্রকাশ ঘটে একটি আওয়াজে।
১১ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই ছবি। দীপিকা, সিদ্ধান্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। শকুন বাত্রা পরিচালিত এই ছবিতে উঠে আসবে ত্রিকোণ প্রেমের গল্প। যেখানে আধুনিক শহুরে প্রেম এবং তার জটিলতাগুলিকে দেখানো হবে। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়াকে। দীপিকা এবং অনন্যা ছবিতে বোনের ভূমিকায় অভিনয় করেছেন। ধৈর্যকে দীপিকার স্বামীর ভূমিকায় দেখা যাবে এবং সিদ্ধান্তকে অনন্যার বাগদত্তার ভূমিকায় দেখা যাবে। ট্রেলারেই স্পষ্ট সিদ্ধান্ত ও দীপিকা ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হবেন এবং সম্পর্কে জড়িয়ে পড়বেন।