Sex Racket: অ্যাপের মাধ্যমে চলা মধুচক্রের আসর ভাঙল পুলিশ

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে রমরমিয়ে চলছিল মেসেজ পার্লার। আড়ালে মধু চক্র (Sex Racket)। একটি অ্যাপের মাধ্যমে চলত তথ্য আদানপ্রদান। তদন্তে নেমে বিস্মিত পুলিশ। বুধবার চালানো হয়েছে…

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে রমরমিয়ে চলছিল মেসেজ পার্লার। আড়ালে মধু চক্র (Sex Racket)। একটি অ্যাপের মাধ্যমে চলত তথ্য আদানপ্রদান। তদন্তে নেমে বিস্মিত পুলিশ। বুধবার চালানো হয়েছে অভিযান।

লখনউয়ের গোমতীনগরের বর্ধিষ্ণু এলাকায় পিকেজি ম্যাসাজ পার্লারের আড়ালে সেক্স র‍্যাকেট চালানো হচ্ছিল বলে খবর। পার্লারে কর্মরত এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন থানায়। যার প্রেক্ষিতে শুরু হয়েছিল তদন্ত। ক্রাইম ব্রাঞ্চ এবং এসিপি গোমতীনগরের দলকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার পার্লারে তদন্ত চালিয়েছিল যৌথ বাহিনী। 

   

অভিযানে ছয়জন গ্রেফতার করা হয়েছে। আট যুবতীকেও নেওয়া হয়েছে হেফাজতে। চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদ। দায়ের করা হয়েছে মামলা। খবর সংবাদ মাধ্যম সূত্রে। 

মহিলার অভিযোগ, ছয় মাস আগে পিকেজি ম্যাসাজ পার্লার থেকে ফোন করে তাঁকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। চাকরির আশায় তিনি গিয়েছিলেন সেখানে। পরে বুঝতে পারেন পার্লারে আড়ালে আসলে কী চলছে। থানায় জানিয়েছেন, সেখানে যাওয়ার পর তাঁকে বন্দী করে রাখা হয়েছিল একটি বাড়িতে। সেখানেই চলছিল মধু চক্র। কোনরকমে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। সরাসরি থানায় বিষয়টি জানান। 

পুলিশ জানিয়েছে, ম্যাসাজ পার্লারের অপারেটর একটি অনলাইন অ্যাপ তৈরি করেছিলেন যার মাধ্যমে তিনি গ্রাহককে ‘ বুক ‘ করতেন। অ্যাপের মাধ্যমে মেয়েদের ছবি পাঠানো হতো। সেখানে দামও নির্ধারণ করা হয়েছিল। সবকিছু ঠিক করার পর, মেয়েটিকে গ্রাহকের দেওয়া ঠিকানায় পাঠানো হতো। তদন্ত যতো এগিয়েছে ততই বিস্মিত হয়েছে পুলিশ। শহরের এমন নামকরা একটা জায়গায় কীভাবে এই চক্র চালানো হচ্ছিল তা ভেবে অবাক হচ্ছেন তদন্তকারীরা।